সুবর্ণবাঙলা ডেস্ক
পঞ্চমীর সন্ধ্যায় পুড়ে ছাই হয়েছিল মালদার ‘আমরা সবাই’ ক্লাবের প্যান্ডেল ও প্রতিমা। মাথায় হাত উদ্যোক্তাদের। মন খারাপ এলাকাবাসীদের। এগিয়ে এলেন পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তাঁর নির্দেশে রাজ্যের প্রাক্তন মন্ত্রী এবং ইংলিশবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী এবং জেলা প্রশাসনের উদ্যোগে দ্রুত ব্যবস্থা করা হয় প্রতিমা ও প্যান্ডেলের। হাসি উদ্যোক্তাদের মুখে। খুশি এলাকাবাসী।
এবিষয়ে কৃষ্ণেন্দু বলেন, ‘আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মানবিক। প্যান্ডেল এবং প্রতিমা পুড়ে যাওয়ার খবর তাঁর কানে যেতেই তিনি আমাকে ফোন করে বলেন এই পুজোর যেন আবার আয়োজন করে দেওয়া হয়। সেইমতো জেলা প্রশাসনকে সঙ্গে নিয়ে সমস্ত কিছু আয়োজন করে দেওয়া হয়েছে।
আমরা চাই প্রতিটি মানুষ যেন পুজো আনন্দে কাটায়।’ পঞ্চমীর রাতে যখন পুজোর শেষ মুহূর্তের প্রস্তুতি চলছিল তখন আচমকাই আগুন লেগে যায় মালদার এই মন্ডপটিতে। মুহুর্তে ছড়িয়ে পড়ে আগুন। গ্রাস করে প্যান্ডেল এবং প্রতিমাকে। দমকলের চেষ্টায় আগুন শেষপর্যন্ত আয়ত্বে এলেও পুড়ে ছাই হয়ে যায় প্রতিমা ও প্যান্ডেল।
প্রাথমিকভাবে দমকলের অনুমান, কোনওভাবে শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বিষাদ ছড়িয়ে পড়ে এলাকায়। ষষ্ঠীর সন্ধ্যায় আবার ফুটল হাসি। বোধনের আয়োজনে ব্যস্ত পুজোর কর্তারা।