স্পোর্টস ডেস্ক
হেনরি ক্লেসেন
হেনরি ক্লেসেনের ঝড়ো সেঞ্চুরিতে ইংল্যান্ডের বিপক্ষে ৩৯৯ রানের পাহাড় গড়েছে দক্ষিণ আফ্রিকা। ৬৭ বলে ১২টি চার আর ৪টি ছক্কার সাহায্যে দলীয় সর্বোচ্চ ১০৯ রান করেন ক্লেসেন।
এছাড়া ৪২ বলে ৩টি চার আর ৬টি ছক্কায় ৭৫ রানের অনবদ্য ইনিংস খেলেন মার্কো জেনসেন। ৭৫ বলে ৯টি চার আর তিনটি ছক্কার সাহায্যে ৮৫ রান করে ফেরেন রেজা হেনরিক্স। ৬১ বলে ৮ বাউন্ডারিতে ৬০ রান করেন রিশি ভেন দার ডুসেন। ৪২ বলে চার বাউন্ডারিতে ৪৪ রান করে ফেরেন অধিনায়ক এইডেন মার্করাম।
শনিবার ভারতের মুম্বাইয়ের ওয়াংখেড় স্টেডিয়ামে বিশ্বকাপের ১৩তম আসরের ২০তম ম্যাচে মুখোমুখি ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা। টস হেরে ব্যাটিংয়ে নেমে ইনিংসের শুরুই কুইন্টন ডি ককের উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা।
এরপর রিশি ভেন দার ডুসেনের সঙ্গে ১২১ রানের জুটি গড়েন আরেক ওপেনার রেজা হেনরিক্স।