অনলাইন ডেস্ক
ইসরাইলি সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন, গাজায় জ্বালানি প্রবেশ করবে না। খাদ্য, পানি ও ওষুধ গাজায় সরবরাহ করা হবে। কিন্তু জ্বালানি সরবরাহ করা হবে না। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
শনিবার (২১ অক্টোবর) ড্যানিয়েল হাগারি ফিলিস্তিনিদেরকে উদ্দেশ করে বলেন, অবরুদ্ধ গাজার দক্ষিণ গাজায় মানবিক সাহায্য যাবে। কিন্তু গাজায় কোনও ধরনের জ্বালানি প্রবেশ করবে না।
মিসর ও গাজার মধ্যে রাফাহ ক্রসিং খোলার পর এক সংবাদ সম্মেলনে হাগারি সাংবাদিকদের বলেন, শুধু খাদ্য, পানি এবং চিকিৎসা সহায়তা গাজায় প্রবেশ করতে দেওয়া হবে।
আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় ত্রাণ বহর প্রবেশের জন্য আজ শনিবার রাফাহ ক্রসিং খুলে দেওয়া হয়েছে। ২০ ট্রাক ত্রাণ সামগ্রী সরবরাহ করার জন্য মিসর ও গাজার মধ্যকার সীমান্ত ক্রসিং এখন উন্মুক্ত।