স্পোর্টস ডেস্ক
সিকান্দার রাজা
সিকান্দার রাজার ব্যাটিংশৈলীতে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ১৯৯ রানের টার্গেট তাড়ায় জয়ের রেকর্ড গড়েছে জিম্বাবুয়ে।
এর আগে ২০২১ সালে স্কটল্যান্ডের বিপক্ষে ১৭৭ রান টপকে জিতেছিল তারা।
বুধবার দলের জয়ে মাত্র ৩৫ বলে ৩টি চার আর ৯টি ছক্কায় ৮২ রানের বিধ্বংসী ইনিংস খেলেন সিকান্দার রাজা।
বুধবার নামিবিয়ার ওয়ান্ডারার্স ক্রিকেট গ্রাউন্ডে টস হেরে প্রথমে ব্যাট করে ৩ উইকেটে ১৯৮ রান করে নামিবিয়া। দলের হয়ে ৩৭ বলে ১০টি চার আর তিন ছক্কায় ৬৭ রান করেন মিচেল ভেন লিজেন। এছাড়া ৪৪ বলে ৬টি চার আর ২টি ছক্কায় ৬০ রান করেন নিকোলাস ডেভিন।
টার্গেট তাড়ায় সিকান্দার রাজার অবিশ্বাস্য ব্যাটিংয়ে ইনিংসের শেষ বলে বাউন্ডারি হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করেন সিকান্দার রাজা। পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৫ উইকেটে জিতেছে জিম্বাবুয়ে।
এই সংস্করণে জিম্বাবুয়ের হয়ে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ডও এটি। ২০১৬ সালে ভারতের বিপক্ষে ২৬ বলে ৫৪* রান করার পথে ১ চারের সঙ্গে ৭টি ছক্কা মারেন সাবেক অধিনায়ক এল্টন চিগুম্বুরা।
সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে ১২১ রানে থামিয়ে ৭ উইকেটে জিতেছিল নামিবিয়া। শুক্রবার তৃতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল।