অবশেষে শাহরুখের পার্টিতে দেখা মিললো সালমানের

Uncategorized

সুবর্ণবাঙলা অনলাইন ডেস্ক


সালমান খান ও শাহরুখ খান। ছবি: সংগৃহীত

সম্প্রতি বলিউড বাদশাহ শাহরুখ খানের জন্মদিনের পার্টিতে হাজির হয়েছিলেন বড় বড় তারকা। তবে প্রশ্ন উঠেছিল পার্টিতে দীপিকা, কারিনা, আলিয়া এমনকী হানি সিং কে দেখা গেলেও সালমান খান কোথায়? অবশেষে শাহরুখের পার্টিতে ধোনির মাধ্যমে সালমানের ছবি সামনে আসায় নেটিজেনদের সব জবাব মিললো।

হিন্দুস্তান টাইমস বাংলার প্রতিবেদন অনুযায়ী, শাহরুখ খানের জন্মদিনের পার্টিতেমোটেও অনুপস্থিত ছিলেন না সালমান। এসেছিলেন। আর তা প্রমাণ করেছেন ভারতের ক্যাপ্টেন কুল এমএস ধোনি থুরি ধোনির ছবি। ক্রিকেটারের এই ছবিখানা প্রথম আসে সামাজিক মাধ্যম এক্সে, যা আগে ছিল টুইটার।

আর সেখান থেকেই কিছু অত্যুৎসাহী ব্যক্তি খুঁজে বের করেন যে, ধোনির ঠিক পিছনেই সালমান খান। এই ছবিতে আছেন টাইগার ৩-এর পরিচালক মণীশ শর্মাও।

বছর শেষে সালমান আর শাহরুখ দুজনের সিনেমাই মুক্তি পাচ্ছে।

নভেম্বরে আসছে বহু প্রতিক্ষীত টাইগার ৩। যাতে ফিরছে টাইগার আর জোয়া। যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের সিরিজ টাইগারের তৃতীয় সিনেমা। এবার দেখা যাবে বারবার দেশকে বাঁচানো টাইগারের নামে লাগবে গদ্দারির অভিযোগ। ছবিতে ভিলেন হয়েছেন ইমরান হাসমি।

অন্যদিকে ২২ ডিসেম্বর মুক্তি পাবে শাহরুখের ডাঙ্কি। ইতিমধ্যেই সামনে এসেছে টিজার। শোনা যাচ্ছে ,ট্রেলার প্রকাশ্যে আসবে টাইগার ৩ সিনেমার সঙ্গে, প্রেক্ষাগৃহে। সঙ্গে টাইগার ৩-তে পাঠান হয়ে কেমিও করবেন শাহরুখ খান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *