সুবর্ণবাঙলা অনলাইন ডেস্ক
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বাংলাদেশের মিয়ানমার মৈত্রী সড়কের পাশে একটি অভিজাত রেস্তোরাঁর কনভেনশন হল থেকে গোপন বৈঠক চলাকালীন ১৩ যুবককে আটক করেছে পুলিশ।
শনিবার সকাল সাড়ে ১০টায় ঘুমধুম তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়ার নির্দেশনায় এসআই ধর্মজিতের নেতৃত্বে পুলিশ সদস্যরা তাদের আটক করে। জিজ্ঞাসাবাদ শেষে রোহিঙ্গা যুবকদের নিজ নিজ ক্যাম্পের এপিবিএন পুলিশের কাছে হস্তান্তর করে ঘুমধুম তদন্তকেন্দ্রের পুলিশ।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মান্নান বলেন, সীমান্তবর্তী এলাকায় রোহিঙ্গাদের অবাধ বিচরণ রোধে ঘুমধুম পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। কেউ রোহিঙ্গাদের আশ্রয়-প্রশ্রয় দিলে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।