সুবর্ণবাঙলা প্রতিবেদন
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে প্রায় ৪০টি সংস্থা আবেদন করেছে। শনিবার পর্যন্ত নির্বাচন কমিশনে এসব সংস্থা আবেদন করে।
তবে এসব সংস্থার কতজন পর্যবেক্ষক কেন্দ্রীয় ও স্থানীয়ভাবে পর্যবেক্ষণ করতে চান, সেই তথ্য পাওয়া যায়নি।
পর্যবেক্ষণের জন্য আবেদন করা উল্লেখযোগ্য সংস্থাগুলো হচ্ছে জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদ (জানিপপ), বিবি আছিয়া ফাউন্ডেশন, প্রকাশ গণকেন্দ্র (পিজিকে), হাইলাইট ফাউন্ডেশন, হিউম্যান রাইটস ভয়েস।
জানা গেছে, ১৫ নভেম্বর জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তফশিল ঘোষণার ১০ দিনের মধ্যে দেশীয় পর্যবেক্ষকদের নির্বাচন পর্যবেক্ষণের অনুমোদন চেয়ে আবেদনের সময় নির্ধারিত ছিল। ওই সময় ২৫ নভেম্বর শেষ হয়েছে। এ সময়ের মধ্যে প্রায় ৪০টি সংস্থা আবেদন করেছে।
বর্তমানে নির্বাচন নিবন্ধিত ৬৭টি পর্যবেক্ষক সংস্থা রয়েছে। আরও ২৯টি পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন প্রক্রিয়াধীন রয়েছে।
এসব সংস্থার নিবন্ধন কার্যক্রম শেষ হওয়ার আগেই আবেদনের সময় শেষ হলো।
যদিও ইসির কর্মকর্তারা জানান, যেসব সংস্থা নিবন্ধন পাবে, সেগুলোকে নির্বাচন পর্যবেক্ষণে আবেদন করার জন্য পৃথক সময় দেওয়ার পরিকল্পনা রয়েছে।
দেশীয় পর্যবেক্ষক সংস্থার আবেদনের সময় বাড়ানো হবে কিনা জানতে চাইলে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ সাংবাদিকদের বলেন, কোনো সংস্থা থেকে সময় বাড়ানোর আবেদন না করলে বাড়ানো হবে না। আবেদন করলে আমরা সেটি কমিশনে উপস্থাপন করতাম। কোনো সংস্থা এখনো আবেদন করেনি।