সুবর্ণবাঙলা প্রতিবেদন
দেশের আবাসন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন রিহ্যাবে প্রশাসক নিয়োগ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন উপসচিব জান্নাতুল ফেরদৌস।
উচ্চ আদালতের নির্দেশ মেনে এ নিয়োগ দেওয়া হয়েছে বলে বুধবার বাণিজ্য মন্ত্রণায়ের এক অফিস আদেশে জানানো হয়েছে।
আদেশে বলা হয়েছে, রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) দৈনন্দিন কাজ পরিচালনাসহ কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যেই প্রশাসক নিয়োগ করা হলো।
প্রশাসককে আগামী তিন মাসের মধ্যে নির্বাচন করে কমিটি গঠনের আদেশ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
ভোট ছাড়াই ২০১৪ সাল থেকে রিহ্যাবের সভাপতির পদে রয়েছেন আলমগীর শামসুল আলামীন কাজল। আর এ নিয়েই রিহ্যাবে দ্বন্দ্ব শুরু।
সর্বশেষ রিহ্যাব সদস্য ও সাবেক সংসদ সদস্য লায়ন এমএ আউয়ালের উচ্চ আদালতে রিট করেন।
বিচারপতি এনায়েতুর রহিমের চেম্বার জজ আদালত এক আদেশে রিহ্যাবের বর্তমান মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে নির্বাচনের মাধ্যমে নতুন কমিটির কাছে দায়িত্ব বুঝিয়ে দিতে প্রশাসক নিয়োগের জন্য বাণিজ্য মন্ত্রণালয়কে আদেশ দেন।