স্পোর্টস ডেস্ক
চতুর্থ ইনিংসে লিডটা খুব বেশি বড় করতে পারেনি বাংলাদেশ। ১৪৪ রানেই গুটিয়ে গেছে তারা। সর্বোচ্চ ৫৯ রান করেন জাকির। জয়ের জন্য নিউজিল্যান্ডের এখন প্রয়োজন ১৩৭ রান।
চলমান ঢাকা টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। ১১২ রানেই ৮ উইকেট হারিয়ে ফেলেছে তারা। তবে একপাশ আগলে লড়ছেন ওপেনার জাকির হাসান। ৮১ বলে ৫৭ রানে ব্যাটিং করছেন তিনি। ৮ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১২১ রান।
আগের দিনের ২ উইকেটে ৩৮ রান নিয়ে আজ খেলা শুরু করে বাংলাদেশ। দিনের সপ্তম ওভারেই মুমিনুল হক সৌরভকে হারায় স্বাগতিকরা। নিউজিল্যান্ড স্পিনার এজাজ প্যাটেলের বলে লেগ বিফোর উইকেটে হয়ে ফেরেন তিনি।
এর আগে গতকাল বৃষ্টি বাঁধা কাটিয়ে খেলা মাঠে ফিরলেও পুরোপুরো হয়নি। নিউজিল্যান্ডকে ১৮০ রানে অলআউট করে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। ২ উইকেট হারিয়ে টাইগারররা ৩৮ রান তুললে আলোকস্বল্পতায় খেলা বন্ধ হয়ে যায়। এরপর আর খেলা শুরু হয়নি, বিকাল ৪.১২ মিনিটে দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন দুই আম্পায়ার।