বিশ্বকাপ ফাইনাল খেলা আর্জেন্টাইন তারকা ছুরির আঘাতে হাসপাতালে

খেলাধুলা

সুবর্ণবাঙলা অনলাইন ডেস্ক

ছবি: সংগৃহীত

আর্জেন্টিনার সাবেক তারকা ফুটবলার এজেকিয়েল লাভেজ্জি তারই পরিবারের এক সদস্যের ছুরিকাঘাতে আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। পেটে ছুরিকাঘাতে আহত লাভেজ্জিকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। বুধবার (২০ ডিসেম্বর) এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস ও ক্লারিন।

আর্জেন্টিনার হয়ে ৫১ ম্যাচে ৯ গোল করেছেন লাভেজ্জি। ২০১৪ সালের বিশ্বকাপ ফাইনালে খেলেছিলেন এই তারকা ফুটবলার। ২০১৯ সালে ফুটবলকে বিদায় জানান তিনি। এরপর থেকে পরিবারকে নিয়ে উরুগুয়েতে থাকেন লাভেজ্জি।

আর্জেন্টিনার গণমাধ্যমের দাবি, নিজের বাসায় ক্রিসমাসের আয়োজন উপলক্ষ্যে আয়োজনে জড়ো হয়েছিলেন লাভেজ্জির পরিবারের অনেকে। সেখানেই পেটে ছুরিকাঘাতে আহত হন লাভেজ্জি। অবস্থা গুরুতর হওয়ায় দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়।

টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, স্থানীয় সময় গতকাল ভোরে পরিবারের সঙ্গে পার্টিতে ছিলেন লাভেজ্জি। এ সময় তার সঙ্গে প্রেমিকাও ছিলেন। পার্টিতেই পরিবারের কেউ তাকে ছুরিকাঘাত করেন।

তবে লাভেজ্জির পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়, সাবেক আর্জেন্টাইন এই ফুটবলারকে কেউ ছুরিকাঘাত করেনি। আলোক বাতি পরিবর্তন করতে গিয়ে মই থেকে পিছলে পড়ে গিয়ে আহত হয়েছেন।

ক্লারিন জানিয়েছে, স্থানীয় পুলিশ লাভেজ্জির ছুরিকাহত হওয়ার ঘটনা নিশ্চিত করতে পারেনি। হাসপাতাল কর্তৃপক্ষও এখনো নিশ্চিত করে কিছু জানায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *