সুবর্ণবাঙলা অনল্ইান ডেস্ক
দিনাজপুরের বিরামপুরে বাড়ি ফেরার পথেই ট্রাকচাপায় তারেকুজ্জামান চৌধুরী (৩৬) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে পৌর শহরের জনতা ব্যাংকের সামনে বিরানি হাউস নামে একটি খাবার হোটেল থেকে খাবার নিয়ে বাড়ি যাবার পথে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তারেকুজ্জামান চৌধুরী পৌর শহরের টিএন্ডটিপাড়া মহল্লার মৃত তাজুল ইসলাম চৌধুরীর ছেলে। তিনি বিরামপুর চাইল্ড কেয়ার একাডেমি নামের একটি বেসরকারি স্কুলে শিক্ষকতা করতেন।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানান, বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে বিরামপুর শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে নাইট ক্রিকেট টুর্নামেন্ট খেলা শেষে বাড়ি ফিরছিলেন তারেক। পথে পৌর শহরের জনতা ব্যাংক এলাকায় বিরানি হাউজ থেকে খাবার নিয়ে মোটরসাইকেল নিয়ে রাস্তায় উঠলেই পিছন দিক থেকে একটি পাথর বোঝাই ট্রাক তাকে চাপা দেয়। ঘটনাস্থলে তারেক এর মৃত্যু হয়।
বিরামপুর থানার ওসি সুব্রত কুমার সরকার বলেন, ‘সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সেই সাথে ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’