সুবর্ণবাঙলা ডেস্ক
বিআইএফপিসিএল
বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড ও ভারতের এনটিপিসি লিমিটেডের যৌথ প্রতিষ্ঠান বাংলাদেশ–ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (প্রাইভেট) লিমিটেড (বিআইএফপিসিএল) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন ফরম পূরণের পাশাপাশি প্রিন্ট কপি সরাসরি বা ডাকযোগে পাঠাতে হবে।
পদের নাম: সিকিউরিটি হেড
পদসংখ্যা: ১
যোগ্যতা: বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর বা উচ্চপদের কর্মকর্তা হতে হবে। চাকরিকালে প্রার্থীর বিরুদ্ধে কোনো শাস্তিমূলক রেকর্ড থাকা যাবে না। বড় কোনো ফ্যাক্টরি/শিল্পপ্রতিষ্ঠান/বন্দর/ইউটিলিটিতে সিকিউরিটিসংক্রান্ত কাজে দুই বছরের বেশি সময় চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স: ১৫ জানুয়ারি ২০২৪ তারিখে সর্বোচ্চ ৫২ বছর
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মস্থল: এমএসটিপিপি, রামপাল, বাগেরহাট
বেতন: মাসিক বেতন ১,৬৫,০০০ টাকা (আলোচনা সাপেক্ষে)
সুযোগ–সুবিধা: প্রকল্প এলাকায় একটি আধা সজ্জিত ব্যাচেলর বাসায় থাকার সুযোগ আছে।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের বিআইএফপিসিএলের ওয়েবসাইটের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে আবেদন করতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার, বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (প্রাইভেট) লিমিটেড, ইউনিক হাইটস বোরাক (লেভেল–১৭) ১১৭ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, ইস্কাটন গার্ডেন, ঢাকা–১০০০।
আবেদনের শেষ সময়: ১৫ জানুয়ারি ২০২৪।