স্পোর্টস ডেস্ক
বাবর আজম
পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজম সম্পর্কে ভবিষ্যদ্বাণী করেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক নাসের হুসেন।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রকাশিত একটি ভিডিওতে সেই ভবিষ্যদ্বাণীটি শেয়ার করেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক।
নাসের হুসেন বলেছেন, আমি মনে করি আগামী বছর বাবর আজম তার ক্যারিয়ারের সেরা বছর কাটাবেন। কারণ তিনি এখন অধিনায়কের চাপ থেকে মুক্ত রয়েছেন। তিনি বছরের শুরু থেকে শেষ পর্যন্ত ধারাবাহিক পারফর্ম করে যাবেন।
নাসের হুসেন বলেন, পাকিস্তান ক্রিকেটের জন্য তিনি সবচেয়ে বড় যে কাজটি করতে পারেন তা হলো রানের বন্যা বসিয়ে দেওয়া। জুনে ওয়েস্ট ইন্ডিজে টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে। পাকিস্তান শেষবার বাবর আজমের নেতৃত্বে বিশ্বকাপের ফাইনালে খেলে।
শুধু বাবর আজমই নন, নতুন বছরটি ভারতীয় তারকা ক্রিকেটার বিরাট কোহলির জন্যও দুর্দান্ত বছর হবে। এমনটি বলছেন নাসের হুসেন।