সুবর্ণবাঙলা অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
ঝালকাঠির নলছিটিতে স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক জিয়াউল আহসান ওরফ কাজী ফুয়াদকে (৪০) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার (৭ জানুয়ারি) রাত সাড়ে নয়টার দিকে সিদ্ধকাঠি ইউনিয়নের চৌদ্দবুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ফুয়াদ কাজীর পরিচয়- ওই গ্রামের মকবুল হোসেন কাজীর ছেলে। সিদ্ধকাঠি ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ছিলেন তিনি।
স্বজনরা জানান, সারাদিন নির্বাচনী কার্যক্রম শেষে বাড়িতে মেয়ের জন্য খাবার নিয়ে আসার সময় স্থানীয় একটি প্রাথমিক স্কুলের সামনে তাকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। এ সময় ধারালো অস্ত্রের কোপে তার ডান হাতের কবজি বিছিন্ন হয়ে যায় এবং মাথায় একাধিক কোপের আঘাত দেখা গেছে।
পুলিশ কর্মকর্তা মুরাদ আলী বলেন, ‘ফুয়াদ কাজীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’