অনলাইন ডেস্ক
নওয়াজ শরিফ
পাকিস্তানে ফৌজদারি মামলায় শাস্তি পেলে আর ভোটে দাঁড়াতে পারতেন না দেশটির রাজনীতিবিদরা। সোমবারের রায়ে দেশটির এমন নিয়ম এবার বাতিল করলেন দেশটির সুপ্রিমকোর্ট।
এদিনের রায়ের ফলে নির্বাচনে লড়ার পথে আর কোনো বাধা থাকবে না পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের। সুপ্রিমকোর্টের এই রায়ের পরদিনই নওয়াজ শরিফসহ তার পরিবারের সদস্যরা জড়িত শরিফ ট্রাস্ট মামলার তদন্ত বন্ধ করার অনুমোদন দিয়েছে পাকিস্তানের দুর্নীতিবিরোধী ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরোর (এনএবি) নির্বাহী বোর্ড।
এদিন নওয়াজ শরিফসহ মোট ছয়টি দুর্নীতির মামলা বন্ধ করার অনুমোদন দিয়েছে এনএবি। ডন। ২০১৭ সালে নওয়াজ শরিফকে অসৎ পন্থা নেওয়ার জন্য দোষী সাব্যস্ত করা হয়। তার পরের বছর এই নিয়ম চালু হয়, একবার ফৌজদারি অপরাধের জন্য শাস্তি পেলে তিনি আর সারা জীবনের জন্য নির্বাচনে অংশ নিতে পারবেন না।