অনলাইন ডেস্ক
আন্তর্জাতিক অপরাধ আদালতে আজ ইসরাইলের বিরুদ্ধে গাজায় গণহত্যার অভিযোগে মামলার শুনানি শুরু হবে। ডিসেম্বরে তেল আবিবের বিরুদ্ধে মামলাটি করে সাউথ আফ্রিকা।
শুনানির বিষয়ে বুধবার ইসরাইলি সরকারের মুখপাত্র আইলন লেভি বলেন, সাউথ আফ্রিকার অভিযোগ মিথ্যা প্রমাণিত করতে আদালতে হাজির হবে তেল আবিব। এদিকে, শুনানি শুরু হওয়ার আগে, গাজা স্থায়ীভাবে দখল বা ফিলিস্তিনিদের বাস্ত্যুচুত করার কোনো পরিকল্পনা তেল আবিবের নেই বলে জানিয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু।
সাউথ আফ্রিকার পক্ষ থেকে জমা দেওয়া ৮৪ পাতার অভিযোগে বলা হয়েছে, ১৯৪৮ সালের গণহত্যার যে কনভেশন, তা লঙ্ঘন করেছে। ইসরাইল ও দক্ষিণ আফ্রিকা দুটি দেশই জাতিসংঘের গণহত্যার কনভেনশনে স্বাক্ষরকারী দেশ। এতে জাতিসংঘের সর্বোচ্চ আইনি সংস্থা আইসিজেতে বিরোধের নিষ্পত্তি পাওয়ার এখতিয়ার রয়েছে তাদের।
এদিকে বুধবার ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন। বৈঠকে, ফিলিস্তিনি রাষ্ট্র গঠনে যুক্তরাষ্ট্রের সমর্থন রয়েছে বলে জানান তিনি।
ইসরাইলি হামলায় ২৩ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন, তাদের মধ্যে ১০ হাজারের বেশি শিশু রয়েছে।