সুবর্ণবাঙলা প্রতিবেদন
ব্রোকারেজ হাউস এইচআর সিকিউরিটিজের পরিচালক সাবের হোসেন চৌধুরী, ডিএসইর সাবেক সভাপতি ও মোনা ফাইন্যান্সিয়াল কনসালটেন্সি অ্যান্ড সিকিউরিটিজের চেয়ারম্যান আহসানুল ইসলাম এবং এআরসি সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবদুর রহমান
আওয়ামী লীগ সরকারের নতুন মন্ত্রিসভায় পুঁজিবাজার-সংশ্লিষ্ট তিন ব্যক্তি স্থান পেয়েছেন। তারা হলেন- দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্য ব্রোকারেজ হাউস এইচআর সিকিউরিটিজের পরিচালক সাবের হোসেন চৌধুরী, এআরসি সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবদুর রহমান এবং ডিএসইর সাবেক সভাপতি ও মোনা ফাইন্যান্সিয়াল কনসালটেন্সি অ্যান্ড সিকিউরিটিজের চেয়ারম্যান আহসানুল ইসলাম।
নতুন মন্ত্রিসভায় গতকাল বৃহস্পতিবার এই তিনজন শপথ নেন।
তাদের মধ্যে সাবের হোসেন চৌধুরী পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং আবদুর রহমান মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। আহসানুল ইসলাম পেয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব।
এছাড়া প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা পুনর্র্নিবাচিত হয়েছেন সালমান এফ রহমান। তিনি ব্রোকারেজ হাউস বেক্সিমকো সিকিউরিটিজের চেয়ারম্যান ও শেয়ারবাজারের তালিকাভুক্ত কোম্পানি বেক্সিমকো লিমিটেডের ভাইস চেয়ারম্যান।
ডিএসই এক অভিনন্দন বার্তায় বলেছে, এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পুঁজিবাজার-সংশ্লিষ্ট ১৫ ব্যক্তি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তাদের মধ্য থেকে শপথ গ্রহণের মাধ্যমে গতকাল তিনজন মন্ত্রিসভায় যুক্ত হয়েছেন। বাকি ১২ জন সংসদ সদস্য হচ্ছেন বেক্সিমকো সিকিউরিটিজের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান, বিডি সানলাইফ সিকিউরিটিজের শেয়ারহোল্ডার ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, শাহ্জালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজের শেয়ারহোল্ডার ও হা-মীম গ্রুপের এমডি একে আজাদ, ট্রেজারার সিকিউরিটিজের চেয়ারম্যান ও বিজিএমইএর সাবেক সভাপতি আব্দুস সালাম মুর্শেদী, ট্রাস্টি সিকিউরিটিজের এমডি সিরাজুল ইসলাম মোল্লা, মন্ডল সিকিউরিটিজের এমডি আব্দুল মমিন মন্ডল, বিএনবি সিকিউরিটিজের পরিচালক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আরএকে ক্যাপিটালের পরিচালক এসএকে একরামুজ্জামান, আনোয়ার খান মডার্ন সিকিউরিটিজের এমডি আনোয়ার হোসেইন খান, স্নিগ্ধা ইকুইটিজের পরিচালক নিজাম উদ্দিন হাজারী, অগ্রণী ইনস্যুরেন্স সিকিউরিটিজের পরিচালক এইচএম ইব্রাহিম ও মোনার্ক হোল্ডিংসের পরিচালক ও ক্রিকেটার সাকিব আল হাসান।
এর মধ্যে সাকিব আল হাসান পুঁজিবাজার বিষয়ক শিক্ষা কার্যক্রমের দূত হিসেবেও কাজ করেছেন।