আলোকিত মানুষ গড়ার প্রত্যয়ে” বইয়ের মোড়ক উন্মোচন।

সংস্কৃতি ও ঐতিহ্য

লেখালেখি তো মানুষ নিজের তাড়নায় করে। কেউ লেখেন সামাজিক দায়বদ্ধতা থেকে, কেউ লেখেন মনের আনন্দে আবার কেউ লিখেন মানুষকে আদর্শ মানুষ গড়তে । অধ্যক্ষ আলমগীর হোসেন খান মানুষ গড়ার কারিগর হিসেবে তিনি ‘ আলোকিত মানুষ গড়ার প্রত্যয়ে’ নামে তার লেখা একটি বই ‘চারু সাহিত্যাঙ্গন’ অমর একুশে বইমেলায় প্রকাশ করে।

আলমগীর হোসেন খান পেশায় অধ্যক্ষ তাই বইয়ের মূল আকার্ষণ হলো আদর্শ শিক্ষক, আদর্শ অভিভাবক, আদর্শ শিক্ষার্থী, আদর্শ প্রতিষ্ঠান প্রধান, শিক্ষক কে, পাঠদানের কলাকৌশালী ইত্যাদি ।

অধ্যক্ষ আলমগীর হোসেন খান”আলোকিত মানুষ গড়ার প্রত্যয়ে” অমর একুশে বইমেলা সোহরাওয়ার্দী উদ্যান চারু সাহিত্যাঙ্গন স্টলের সামনে মোড়ক উন্মোচন করেন আজ ১১ই ফেব্রুয়ারি।

মোড়ক উন্মোচনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মোফাজ্জল হোসেন মন্টু, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ( অবসরপ্রাপ্ত)

বিশেষ অতিথি ছিলেন, প্রফেসর ডক্টর আব্দুর রব মোল্লা, ঢাকা বিশ্ববিদ্যালয়।

আরও উপস্থিত ছিলেন, প্রকৌশলী মোঃ বেলায়েত হোসেন, অবসরপ্রাপ্ত তত্তাবধায়ক প্রকৌশলী। অধ্যক্ষ মোঃ বজলুর রহমান মিয়া, সভাপতি, বাংলাদেশ শিক্ষক সমিতি। অধ্যক্ষ শেখ কাওসার আহম্মেদ, সাধারণ সম্পাদক, বাংলাদেশ শিক্ষক সমিতি। কবি শামিমা সুলতানা, বরিশাল।  ইকবাল আহমেদ, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ শিক্ষক সমিতি। মিয়াজি মোঃ সেলিম, নির্বাহী সম্পাদক, দৈনিক আমাদের কণ্ঠ।  মোহাম্মদ আলী, সভাপতি, ঢাকা প্রেসক্লাব।
নূরুল কাইউম তালুকদার, বার্তা সম্পাদক, দৈনিক আমাদের কণ্ঠ। মাসুদ রানা, দৈনিক পর্যবেক্ষণ ও তারা নিউজ,। মোঃ আবুল হাসেম, ঢাকা প্রেসক্লাব । আরিফুজ্জামান, ঢাকা প্রেসক্লাব । মোঃ মিন্টু আলম,ঢাকা প্রেসক্লাব, । সুরাইয়া আক্তার সেলিনা, ঢাকা প্রেসক্লাব। মোঃ আল- আমিন, দৈনিক শিক্ষা ডটকম প্রমূখ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *