ট্রেনে আগুন ও স্লিপার খুলে দুর্ঘটনা রোধ করবে খুদে বিজ্ঞানী জিহাদের সিকিউরিটি সিস্টেম

বিজ্ঞান ও প্রযুক্তি

চুয়াডাঙ্গা প্রতিনিধি

দুর্ঘটনা রোধে ‘ট্রেন সিকিউরিটি সিস্টেম’ আবিষ্কার করে সাড়া ফেলেছেন চুয়াডাঙ্গার দামুড়হুদায় ফার্স্ট মালটিমিডিয়া মডেল স্কুলের শিক্ষার্থী জাহিদ হাসান জিহাদ। তার আবিষ্কৃত ইংরেজি-বাংলায় কথা বলা এআই বেইজড আর্টিফিসিয়াল রোবটও বেশ প্রশংসা কুড়িয়েছে।

দামুড়হুদা উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলায় ফার্স্ট মালটিমিডিয়া মডেল স্কুলের স্টলে ‘ট্রেন সিকিউরিটি সিস্টেম’ এবং এআই বেইজড আর্টিফিসিয়াল রোবট প্রদর্শন করেন জাহিদ।

‘ট্রেন সিকিউরিটি সিস্টেম’ সম্পর্কে ফার্স্ট মালটিমিডিয়া মডেল স্কুলের শিক্ষার্থী জাহিদ হাসান জিহাদ বলেন, বর্তমানে হরতাল-অবরোধে ট্রেনে আগুন দেওয়া, ট্রেনের স্লিপার খুলে নেওয়া ও অরক্ষিত রেলক্রসিংয়ের কারণে ট্রেন দুর্ঘটনা ঘটে থাকে। যদি কোনো দুর্গম জায়গায় ট্রেনে আগুন লাগে তাহলে সেই মুহূর্তে ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছানো সম্ভব হয় না। ফলে যদি তাত্ক্ষণিক আগুন না নেভানো যায় তাহলে পুরো ট্রেনে আগুন লেগে যাবে। এই সিস্টেম আগুন লাগা প্রতিরোধ করবে। ট্রেনের প্রতিটি বগিতে একটি করে ওয়াশরুম থাকে এবং ওয়াশরুমে পানির ব্যবস্থা থাকে। এই পানিকে কাজে লাগিয়ে ট্রেনে লাগা আগুন নেভানো সম্ভব। ট্রেনের কোনো বগিতে যখনই আগুন লাগবে সেই মুহূর্তে ফায়ার ডিটেকশন সেন্সর একটিভেট হয়ে যাবে এবং পুরো ট্রেনে পানি ছড়িয়ে গিয়ে আগুন নিভে যাবে। সঙ্গে সঙ্গে ট্রেনে অ্যালার্ম বেজে উঠবে এবং ট্রেন থেমে যাবে। এতে শত শত মানুষের প্রাণ ও কোটি কোটি টাকার সম্পদ বাঁচবে।

অরক্ষিত রেলক্রসিং : দেশে ট্রেন লাইন অনেক সময় গ্রামের ভেতর দিয়ে কিংবা বাজারের ভিতর দিয়ে যায়। অসচেতনতার কারণে দুর্ঘটনা সম্মুখীন হয় মানুষ। এই সিস্টেমে ঘনবসতিপূর্ণ এলাকা কিংবা বাজারের ভিতর যে রেল লাইন রয়েছে তার ৫০০ মিটার পরপর পোলের ব্যবস্থা আছে। যেখানে ট্রেন আসার ৫০০ মিটার আগে থেকেই সেই পোলগুলোতে অ্যালার্ম বেজে উঠবে। ফলে মানুষ সতর্ক হয়ে যাবে এবং দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাবে।

জিহাদের আবিষ্কার সম্পর্কে ফার্স্ট মালটিমিডিয়া মডেল স্কুলের প্রধান শিক্ষক মাসুম বিল্লাহ বলেন, জাহিদ হাসান জিহাদ খুব ছোট থেকেই ছোট-খাটো বিভিন্ন জিনিস আবিষ্কার করে আসছে। আমাদের স্কুলের কম্পিউটার ল্যাবে বিজ্ঞানের শিক্ষকদের সহযোগিতায় ‘ট্রেন সিকিউরিটি সিস্টেম’ এবং এআই বেইজড আর্টিফিসিয়াল রোবট তৈরি করেছে সে। স্কুল থেকে তাকে সব ধরনের সহযোগিতা করা হয়েছে। তার আবিষ্কার একদিন দেশব্যাপী সাড়া ফেলবে।

দামুড়হুদা উপজেলা একাডেমিক সুপারভাইজার রাফিজুল ইসলাম বলেন, খুদে বিজ্ঞানী জিহাদের এমন আবিষ্কারে আমি মুগ্ধ। তার আবিষ্কার দেখে অন্য শিক্ষার্থীরাও উত্সাহিত হবে। আমরা উপজেলা শিক্ষা অফিস থেকে তাকে সব ধরনের সহযোগিতা করব। ‘ট্রেন সিকিউরিটি সিস্টেম’ এবং এআই বেইজড আর্টিফিসিয়াল রোবটের প্রশংসা করে দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোকসানা মিতা বলেন, আমি ভাবতেও পারিনি এমন যুগোপযোগী আবিষ্কার করবে জিহাদ। জিহাদের মতো খুদে বিজ্ঞানীরাই আগামীর বাংলাদেশে নেতৃত্ব দেবে। এমন আবিষ্কার স্মার্ট বাংলাদেশ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *