সুবর্ণবাঙলা অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
আবারও দক্ষিণ কোরিয়ার পশ্চিম উপকূলের সমুদ্রে একাধিক ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফ এক বিবৃতিতে জানিয়েছে, সোমবার (২৯ জানুয়ারি)স্থানীয় সময় সকাল ৭ টার দিকে ক্ষেপণাস্ত্রগুলো উৎক্ষেপণ করা হয়।খবর রয়টার্সের।
মঙ্গলবার(৩০ জানুয়ারি)দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী বলেছে, পিয়ংইয়ং-এ এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে তৃতীয়বারের মতো ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। দক্ষিণ কোরিয়া এবং মার্কিন গোয়েন্দা কর্তৃপক্ষ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
২৮ জানুয়ারি পিয়ংইয়ং এর পূর্ব উপকূলে ছোঁড়া ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলার দুই দিনের মাথায় আরেকটি হামলা চালানো হলো।যুদ্ধের শঙ্কায় দুই কোরিয়ায় উত্তেজনা এখন চরমে।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ গত সপ্তাহে জানিয়েছে, দেশটি একটি নতুন কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে।