বিশ্ব ইজতেমায় ২ মুসল্লির মৃত্যু

অন্যান্য ধর্ম ও দর্শন

সুবর্ণবাঙলা অনলাইন ডেস্ক

ছবি: সংগৃহীত

টঙ্গীর তুরাগ তীরের বিশ্ব ইজতেমায় অংশ নিতে আসা মো. জামান (৪০) ও ইউনুছ মিয়া (৬০) নামে ২ মুসল্লির মৃত্যু হয়েছে। বিশ্ব ইজতেমার প্রথম পর্বের লাশের জিম্মাদার প্রকৌশলী গিয়াস উদ্দিন তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

গতকাল বুধবার সন্ধ্যায় ও মধ্যরাতে ইজতেমা ময়দানে ওই ২ মুসল্লির মৃত্যু হয়। এর মধ্যে মো. জামানের (৪০) পরিচয়- তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরের চৌহরদিটোলা গ্রামের বাসিন্দা সাইফুল ইসলামের ছেলে।

মো. জামানের সঙ্গে থাকা মুসল্লি জনি বলেন, ‘মাগরিবের নামাজের পর খেদমতের (রান্নার) কাজ করছিলেন জামান। কিছুক্ষণ পর তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে মুসল্লিরা শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক ওই মুসল্লিকে মৃত ঘোষণা করেন।’

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফারহানা তাসনিম বলেন, ‘মৃত অবস্থায় ওই মুসল্লিকে (জামানকে) হাসপাতালে নেওয়া হয়েছিল।’

ইজতেমায় আসা আরেক মুসল্লির মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়া থেকে গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমায় অংশ নিতে আসার পথে ইউনুছ মিয়া (৬০) নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাত আড়াইটার দিকে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *