কেনিয়ায় গ্যাস প্লান্টে বিস্ফোরণ, আহত ২৯

আন্তর্জাতিক ঘটণা- দুর্ঘটনা

অনলাইন ডেস্ক


নাইরোবিতে গ্যাস প্লান্টে বিস্ফোরণ। ছবি: রয়টার্স

কেনিয়ার দক্ষিণ-পূর্ব নাইরোবিতে একটি গ্যাস প্লান্টে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৯ জন আহত হয়েছেন। বিস্ফোরণ থেকে বেশ কয়েকটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে আগুন ছড়িয়ে পড়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর বিবিসির।

দেশটির সরকারি মুখপাত্র আইজ্যাক মাওউরা বলেছেন, বৃহস্পতিবার মধ্যরাতের ঠিক আগে গ্যাস সিলিন্ডার রিফিল করার সময় এই দুর্ঘটনা ঘটে। তবে দুর্ঘটনার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিস্ফোরণে কেনটেইনারস কোম্পানির ভবন ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। জনসাধারণকে আপাতত এলাকাটিতে ভিড় না করার পরামর্শ দেওয়া হয়েছে। ফায়ার ইঞ্জিন মোতায়েন করাসহ উদ্ধার অভিযান চলছে।

প্রত্যক্ষদর্শীরা স্থানীয় গণমাধ্যমকে জানান, বিস্ফোরণের পরপরই তারা কম্পন অনুভব করেন।

কেনিয়া রেড ক্রস সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে সর্বাত্মক প্রচেষ্টা চলছে। এখন পর্যন্ত ২৯ জনকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *