বার্ধক্যজনিত কারণে বাঘের মৃত্যু, ধারণা বন বিভাগের

অন্যান্য জাতীয় পরিবেশ ও জলবায়ু

সুবর্ণবাঙলা প্রতিনিধি

সুন্দরবনের কচিখালী এলাকার খাল থেকে উদ্ধার মৃত বাঘটির ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বিকালে কচিখালী স্টেশন এলাকায় প্রাণিসম্পদ ও বন বিভাগের যৌথ টিম এ ময়নাতদন্ত সম্পন্ন করে। ৯ ফুট দৈর্ঘ্য ও ২৫৫ কেজি ওজনের মৃত বাঘটি পুরুষ এবং আনুমানিক ১৫ বছর বয়সি। মৃত বাঘটির শরীরে কোনো প্রকার আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। বার্ধক্যজনিত কারণে বাঘটির মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা বন বিভাগের।

সোমবার রাতে সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের কচিখালী এলাকায় খালে ভাসমান অবস্থায় বাঘটির মৃতদেহ উদ্ধার করেন বনরক্ষীরা।

সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক শেখ মাহবুব হাসান বলেন, কচিখালী অভয়ারণ্য এলাকার টাইগার পয়েন্ট খাল থেকে উদ্ধার করা বাঘটির ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে। বাঘটি বার্ধক্যজনিত কারণে মারা গেছে বলে প্রাথমিকভাবে তিনি জানান। বাঘটির প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে। এসব আলামত রাজধানীর বন বিভাগের ফরেন্সিক ল্যাবে পাঠানো হবে। সেখানকার রিপোর্টে বাঘের মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

খুলনার বন সংরক্ষক মিহির কুমার দে বলেন, বাঘটির মৃতদেহ বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে সুন্দরবনের করমজলে সংরক্ষণ করা হবে। সেখানে করমজল ইন্টারভিটেশন অ্যান্ড ইনফরমেশন সেন্টারে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে রাখা হবে।

এর আগে ২০২২ সালের ২৮ জানুয়ারি সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলার চরসংলগ্ন খাল থেকে একটি বাঘের মৃতদেহ উদ্ধার করা হয়েছিল। এছাড়া ২০২১ সালের ১৯ মার্চ শরণখোলা রেঞ্জের ভোলা নদীর ধুনচেবাড়িয়া চর থেকে আরও একটি বাঘের মৃতদেহ উদ্ধার করা হয়। ওই সময় উদ্ধার হওয়া দুটি মৃত বাঘকে সুন্দরবনের আভ্যন্তরে মাটিচাপা দেয় সুন্দরবন পূর্ব বন বিভাগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *