সুবর্ণবাঙলা প্রতিবেদন
শিক্ষার্থী
চুরি হওয়া ল্যাপটপ ও মোবাইল ফোন ফেরত পেয়েছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী।
বাড্ডা থানা পুলিশ মঙ্গলবার প্রকৃত মালিকদের কাছে এসব মোবাইল ফোন ও ল্যাপটপ হস্তান্তর করে।
বাড্ডা থানার ওসি ইয়াসিন গাজী বলেন, ফেব্রুয়ারি মাসের শুরুতে বাড্ডা এলাকায় ব্যাপক হারে চুরি বেড়ে যায়। এতে অনেকের ল্যাপটপ ও মোবাইল সেট খোয়া যায়। পরে থানার একটি চৌকস দল অভিযান চালিয়ে কিছু সংখ্যক ল্যাপটপ ও মোবাইল উদ্ধার করে।
তিনি বলেন, মঙ্গলবার প্রকৃত মালিকদের ডেকে মোবাইল ফোন ও ল্যাপটপ হস্তান্তর করা হয়। চুরি হওয়া বেশিরভাগ ল্যাপটপ ও মোবাইলের মালিক ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের।