‘এক চোখ তাকে পারফর্ম করতে আরও সহজ করে দিয়েছে’

খেলাধুলা

সাকিবকে নিয়ে মজার সুরে নিশাম
স্পোর্টস রিপোর্টার


ছবি: সংগৃহীত

চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) হার দিয়ে শুরু করলেও বর্তমানে উড়ছে রংপুর রাইডার্স। ফ্রাঞ্চাইজিটি এখন পর্যন্ত আসরের ৯টি ম্যাচের মধ্যে জিতেছে ৭টি ম্যাচে, হেরেছে ২ দুটিতে এতে রয়েছে পয়েন্ট তালিকার চূড়ায়। যদিও শুরু থেকে তাদের ভাবাচ্ছিল দলে থাকা বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের চোখের সমস্যার কারণে ব্যাট করতে না পারা নিয়ে। তবে নিয়মিত বল হাতে দলকে সহায়তা করে গিয়েছে। কিন্তু ধীরে ধীরে সাকিব ফিরেছে নিজের রূপে। আর যেই ম্যাচ দিয়ে ফিরেছেন তিনি নিজ ছন্দে সেই ম্যাচেই হয়েছেন ম্যাচ সেরা।

আর এরপর আর তাকে থামায় কে? সব শেষ ম্যাচেও দেখিয়েছেন ব্যাট হাতে ঝড়, তাকে দেখে বোঝারই উপায় ছিল না যে তার চোখে সমস্যা আর এটা নিয়েই তিনি কয়েক সপ্তাহ ধরে রাত-দিন পরিশ্রম করে যাচ্ছে। তবে সাকিবের এমন পারফর্ম আর ছন্দ ফেরা দেখে মজার ছলে রংপুর রাইডার্সের কিউই অলরাউন্ডার জিমি নিশাম জানান এক চোখ সাকিবকে পারফর্ম করতে সহায়তা করছে। একইসঙ্গে নিউজিল্যান্ডের এই অলরাউন্ডারের প্রত্যাশা, এবারের বিপিএলে ফাইনাল খেলবে রংপুর রাইডার্স এবং শিরোপার পথে দলকে নিয়ে যেতে এভাবে পারফর্ম করবেন সাকিব।

একদিন বিরতি দিয়ে চট্টগ্রাম পর্বের তৃতীয় দিনের খেলা মাঠে গড়াবে আজ। এই দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা ৭টায় স্বাগতিক চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে মাঠে নামবে রংপুর। এর আগে গতকাল অনুশীলন শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে নিশাম সতীর্থ সাকিব আল হাসানকে নিয়ে বলেন, ‘সে আমাদের জন্য অসাধারণ একজন ক্রিকেটার। এটা হচ্ছে… দলে দুই ক্রিকেটার থাকার মতো, আসলেই। সে হচ্ছে অন্যতম সেরা একজন ব্যাটার যখন সে ব্যাটিংয়ে নামে, আবার একজন সেরা বোলারও বটে। সুতরাং তার মতো একজনকে দলে পাওয়াটা অবশ্যই অনেক এগিয়ে রাখে। আর শেষ কিছু ম্যাচে সে অসাধারণ সব পারফরম্যান্স করে যাচ্ছে। আশা করি, ফাইনাল যাওয়ার পথে সে তার ভালো ফরম অব্যাহত রাখবে।’

এ সময় সাকিবের চোখের সমস্যার বিষয়ে আগে নিশাম জানতেন না বলে জানান। বলেন, ‘আমি জানতাম না আসলে… দুই রাত আগে তাকে দেখেছি । পরে ম্যাচে তো দেখা গেল এটা তাকে উলটো সাহায্য করছে। আমার তো মনে হয়, এক চোখ তাকে পারফর্ম করতে আরও সহজ করে দিয়েছে। সে অবশ্যই দারুণ এক ক্রিকেটার। সত্যি বলতে আমি জানি না তার চোখে কী হয়েছে। আমি মাত্রই এটা শুনলাম। সে যা করছে, তার এটাই করা উচিত। কেননা এটা তার পারফরম্যান্সকে সহজ করে দিচ্ছে। সম্ভবত সে যদি নাও দেখতে পায়, তাহলেও সে ভালো বোলিং করতে পারবে। সে আগের মতোই ভালো বোলিং করবে।’

এদিকে চলমান বিপিএলে খেলতে এসে এর আগে গণমাধ্যমের মুখোমুখি হয়ে পাকিস্তানের দুই তারকা ব্যাটার বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান হতাশা প্রকাশ করেছিল। সে সময় জানিয়েছিল আসরটি বিশ্বমানের হতে হলে এখনো অনেক উন্নতি করতে হবে। তবে কিউই অলরাউন্ডার নিশামের চোখে বিপিএলে ভালো কোয়ালিটির ক্রিকেটই চলছে। বিপিএল নিয়ে তিনি বলেন, ‘ভালো, এখানে ভালো মানের ক্রিকেট দেখা যাচ্ছে অবশ্যই। এছাড়া প্রতিদিন প্রতি ম্যাচেই কিছু নতুন খেলোয়াড় দেখা যাচ্ছে, তারা পারফর্ম করছে।’

বিপিএলে এখন পর্যন্ত দুটি ম্যাচ খেলেছেন নিশাম। দুটি ম্যাচেই রংপুরের জয়ে ব্যাট-বলে অবদান রেখেছেন কিউই অলরাউন্ডার। প্রথম ম্যাচে তো ব্যাট হাতে ঝড়ই তুলতে দেখা গিয়েছিল তাকে। তাই পারফরম্যান্স করতে পেরে স্বাভাবিকভাবেই বিপিএলের সময়টা বেশ উপভোগ করছেন নিশাম। এ নিয়ে বলেন, ‘জিততে থাকলে তো সব সময়ই খেলাটাকে উপভোগ্য মনে হয়। দলের আবহটা এখন বেশ ভালো। আমরা পরের ম্যাচের জন্য মুখিয়ে আছি।’

নিশাম এদিন কথা বলেছে বাংলাদেশ জাতীয় দল নিয়েও। কেননা টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশে ধারাবাহিক উন্নতিটা বেশ নজরে পড়েছে। এ সময় তিনি নিজেদের বেশ ভাগ্যবানও বলেও জানিয়েছেন, যে গেল ডিসেম্বরে ঘরের মাটিতে টাইগারদের বিপক্ষে কুড়ি ওভারের সিরিজটি যে হেরে যায়নি। এ প্রসঙ্গে বলেন, ‘বাংলাদেশ গত কয়েকটি নিউজিল্যান্ড সফরে বেশ ভালো করছে। ধাপে ধাপে উন্নতি করছে। বিশেষ করে ফাস্ট বোলিং বিভাগ। এর আগে আমাদের কন্ডিশনে বাংলাদেশকে দাপট দেখিয়ে হারিয়ে এসেছি। কারণ, আমাদের কন্ডিশন বাউন্সি এবং আমাদের ফাস্ট বোলারদের গতি ও বাউন্স বেশি। কিন্তু সর্বশেষ দুটি সফরে ভিন্ন কিছু দেখেছি । বাংলাদেশ দলে এখন শরীফুলের মতো বোলার আছে। সে গতির সঙ্গে বল সুইং করাতে পারে। ভালো বাউন্সও আছে। নিউজিল্যান্ডে ওরা খুব ভালো খেলে এসেছে। ওদের নিশ্চয়ই এতে খুব খুশি হওয়ার কথা।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *