সুবর্ণবাঙলা অনলাইন ডেস্ক
ছবি- সংগৃহীত
কারাবন্দি ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সঙ্গে আলোচনা করতে অস্বীকার করেছে আওয়ামী ন্যাশনাল পার্টি (এএনপি)। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) এই সিদ্ধান্ত জানায় দলটি। তাদের দাবি, পিটিআই এএনপি’র ম্যান্ডেট চুরি করেছে। খবর পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের।
এক বিবৃতিতে এএনপি এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মিয়া ইফতিখার হুসেন বলেছেন, পিটিআইয়ের সিনিয়র নেতা এবং সাবেক জাতীয় পরিষদের স্পিকার আসাদ কায়সার তাদের দলীয় নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করেছেন।
তবে হুসেইন বলেছেন, বর্তমান পরিস্থিতি বিবেচনায় দল হিসেবে পিটিআইয়ের সঙ্গে আলোচনায় বসা উপযুক্ত নয় বলে মনে করছে এএনপি।
হুসেইন বলেন, নির্বাচনে কারচুপির মাধ্যমে পিটিআইকে সরকার দেওয়া হচ্ছে। এমন পরিস্থিতিতে প্রতিবাদ সমাবেশ করাই এএনপির কাছে একমাত্র বিকল্প। তিনি বলেছেন, ‘এএনপি পরাজিত হয়েছে এবং পিটিআই সমর্থন পেয়েছে।’
তিনি আরও জানান, নির্বাচনি কারচুপি, ফলাফল পরিবর্তন ও টাকা দিয়ে ভোট কেনার বিরুদ্ধে ২০ ফেব্রুয়ারি থেকে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে এএনপি।