চট্টগ্রামে শিক্ষার্থীর কুরুচিপূর্ণ ছবি ছড়ানোয় গ্রেফতার ৫

আইন আদালত শহর

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর কুরুচিপূর্ণ ছবি ফেসবুকে ছড়ানোর অভিযোগে করা মামলায় ৫ নারীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার বায়েজিদ বোস্তামী ও আকবর শাহ থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এরা হলেন- রূপা আক্তার, কামরুন নাহার তারা, সুমাইয়া আক্তার, শরীফা রহমান ঊর্মি ও কাজী সামসুন্নাহার মুক্তা। ভুক্তভোগী পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী।

সূত্র জানায়, গত সংসদ নির্বাচনে মামলার বাদীকে আসনভিত্তিক নির্বাচন সমন্বয় কমিটির সদস্য করে কেন্দ্রীয় ছাত্রলীগ। এতে ঈর্ষান্বিত হয়ে অভিযুক্তরা ভুক্তভোগীর অশালীন ছবি ফেসবুকে পোস্ট করেন। এ ঘটনায় ১৮ জানুয়ারি ভুক্তভোগী পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও দু-তিনজনকে আসামি করে থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।

আকবরশাহ থানার পরিদর্শক (তদন্ত) মো. আল মামুন বলেন, গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে। মামলাটি এখনো তদন্তাধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *