বগুড়া সদরে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

আইন আদালত

সুবর্ণবাঙলা অনলাইন ডেস্ক

বগুড়ায় চোর সন্দেহে মুক্তার হোসেন আকন্দ (৩২) নামে এক ভবঘুরে যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে সদরের রাজাপুর ইউনিয়নের হটিলাপুর মধ্যপাড়ায় তাকে বেদম মারধর করা হয়। শুকবার দুপুরের পর তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে মারা যান। সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) শাহীনুজ্জামান শাহীন জানান, লাশ ওই হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিকাল পর্যন্ত মামলা হয়নি।

পুলিশ ও স্থানীয়রা জানান, মুক্তার হোসেন আকন্দ বগুড়া সদরের মাটিডালি বারবাকপুুর এলাকার আমজাদ হোসেন আকন্দের ছেলে। তিনি বৃহস্পতিবার রাত ২টার দিকে বগুড়া সদরের রাজাপুর ইউনিয়নের হটিলাপুর মধ্যপাড়া গ্রামে ঘোরাঘুরি করছিলেন। সিএনজি স্ট্যান্ডের কাছে চোর সন্দেহে গ্রামবাসীরা তাকে আটক করেন। একপর্যায়ে বেধড়ক মারধর করলে তিনি গুরুতর আহত হন।

সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) শাহীনুজ্জামান শাহীন জানান, তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের অনেকগুলো চিহ্ন রয়েছে। শুক্রবার বিকাল পর্যন্ত এ ব্যাপারে মামলা হয়নি। মারধরে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *