বোরহানউদ্দিনে দুই ‘জিনের বাদশা’ গ্রুপের সংঘর্ষ, আহত ৪ আটক ৪

অন্যান্য জাতীয় মফস্বল

সুবর্ণবাঙলা অনলাইন ডেস্ক

বোরহানউদ্দিনে আধিপত্য বিস্তার নিয়ে দুই ‘জিনের বাদশা’ গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজন আহত হয়েছেন। আহতরা হলেন- জিনের বাদশা খ্যাত হাসান মীরের স্ত্রী নূরনাহার, নূর ইসলামের স্ত্রী রুজিনা, দলিল উদ্দিনের ছেলে মো. হোসেন ও নাগরের স্ত্রী মাহমুদা।

আহতদের মধ্যে নূরনাহার ও রুজিনার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের প্রথমে বোরহানউদ্দিন সদর হাসপাতাল ও পরে জেলা সদর হাসপাতাল এবং অবস্থার আরও অবনতি হলে চিকিৎসক বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে হস্তান্তর করেন।

শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার কাচিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ চার জিনের বাদশাকে আটক করেছে।

আটকরা হলেন-কচিয়া ৬নং ওয়ার্ডের নসু হাওলাদারের ছেলে আলমগীর হাওলাদার, তার ছেলে শামীম হাওলাদার, রিপন মীর ও নয়ন মাল।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন থেকে ‘জিনের বাদশা’খ্যাত আলমগীর হাওলাদার ও নূর ইসলাম মীর গ্রুপের মধ্যে ‘সাধারণ জিনদের’ কাছ থেকে মাসোহারার টাকা নিয়ে বিবাদ চলছিল। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে ‘জিনের বাদশা’ আলমগীর হাওলাদার তার বাহিনী নিয়ে ‘জিন’ নুরুল ইসলাম গংয়ের বাড়িতে গিয়ে মাসোহারার টাকার জন্য হুমকি দেন। এতে নুরুল ইসলাম মীর গং পাত্তা না দেওয়ায় শুক্রবার বেলা ১১টার দিকে ‘জন’ আলমগীর তার দলবল নিয়ে নুরুল ইসলাম গংয়ের বাড়িতে গিয়ে হামলা চালায়। তবে এ ঘটনায় উভয় জিন গ্রুপের কেউ বক্তব্য দিতে রাজি হননি।

বোরহানউদ্দিন থানার ওসি শাহিন ফকির জানান, এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *