সুবর্ণবাঙলা অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
রাজধানীর ডেমরায় পার্কিং করা বেশ কয়েকটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবার (১ এপ্রিল) রাত ৮টা ৫০ মিনিটে ডেমরার ধার্মিকপাড়া এলাকার কোনাপাড়ার একটি গ্যারেজে এ আগুন লাগে।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইনস্পেক্টর মো. আনোয়ারুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গ্যারেজে দাঁড়ানো কয়েকটি ভলভো বাসে আগুন লেগেছে। তবে, বাসে কীভাবে আগুন লেগেছে তা নিশ্চিত করতে পারেননি তিনি।
এরপর রাত ৯ টা ৪৮ মিনিটে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়ে ফায়ার সার্ভিস সূত্র।