স্পোর্টস ডেস্ক
মোস্তফিজুর রহমান
ভারতীয় সাবেক সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে একাধিকবার আইপিএল শিরোপা জিতেছে চেন্নাই সুপার কিংস। এবারও চেন্নাইয়ের হয়ে খেলছেন ধোনি। তবে দলটির নেতৃত্ব দিচ্ছেন ঋতুরাজ গায়কোয়াড়।
মহেন্দ্র সিং ধোনির পরামর্শেই নিলামে দুই কোটি রুপিতে মোস্তাফিজুর রহমানকে দলে নেয় চেন্নাই সুপার কিংস। গতকাল কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হয় চেন্নাই।
১৭তম ওভারে ক্রিজে নামা কেকেআরের ক্যারিবীয় তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেলকে বারবার কাটারে পরাস্ত করেন মোস্তাফিজ। সেই ওভারেই একটি বল রাসেলের ব্যাটের কানায় লেগে উইকেটের পেছনে ক্যাচ উঠে। কিন্তু সেই ক্যাচটি তালুবন্দি করতে পারেননি মহেন্দ্র সিং ধোনি।
তখন হতাশা প্রকাশ করেন বাংলাদেশ সেরা পেসার মোস্তাফিজ। সেই উইকেট পেলে মোস্তাফিজের উইকেট সংখ্যা হতো ১০। যদিও তিনি ৪ ম্যাচে ৯ উইকেট নিয়ে আইপিএলের চলতি আসরে এখনও পর্যন্ত শীর্ষেই আছেন।
এদিন আগে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৭ রানের বেশি করতে পারেনি কেকেআর। চেন্নাইয়ের হয়ে ৪ ওভারে মাত্র ২২ রান খরচ করে মোস্তাফিজ সংগ্রহ করেন ২ উইকেট।
সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ১৪ বল হাতে রেখেই ৭ উইকেটের দাপুটে জয় পায় চেন্নাই। চলতি আসরে পাঁচ ম্যাচে মোস্তাফিজদের এটা তৃতীয় জয়। দলের তিন জয়ে বড় অবদান রয়েছে মোস্তাফিজের।