ইরানি হামলার ভয়ে ইসরায়েলে মার্কিন কূটনীতিকদের চলাচল সীমিত

আন্তর্জাতিক

সুবর্ণবাঙলা অনলাইন ডেস্ক

ইরানের হামলার আশঙ্কায় ইসরায়েলে নিযুক্ত মার্কিন কর্মীদের জন্য ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। ৪৮ ঘণ্টার মধ্যে ইসরায়েলে ইরানের হামলার আশঙ্কার মধ্যে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খবর বিবিসি।

মার্কিন দূতাবাস বলেছে, কর্মীদের বৃহত্তর জেরুজালেমের বাইরে ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়েছে। তবে তেল আবিব ও বির শেভা এলাকা এ সতর্কতার আওতামুক্ত থাকবে।

১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনস্যুলেটে বিমান হামলা চালায় ইসরায়েল। এতে ইরানের সশস্ত্র বাহিনীর ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের কয়েকজন কর্মকর্তাসহ ১৩ জন নিহত হন। এ হামলার জন্য ইসরায়েলকে দায়ী বলে মনে করা হচ্ছে। যদিও ইসরায়েল এ হামলায় দায় স্বীকার করেনি। হামলার জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান।

ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে ইসরায়েলের দক্ষিণ বা উত্তরাঞ্চলে হামলা চালানো হতে পারে।

মধ্যপ্রাচ্যে মার্কিন অভিযানসংক্রান্ত কমান্ডার এরিক কুরিলা নিরাপত্তা হুমকির ব্যাপারে কর্মকর্তাদের সঙ্গে আলাপ করতে ইসরায়েল সফরে গেছেন। পেন্টাগন বলেছে, এটি পূর্বনির্ধারিত সফর। তবে সাম্প্রতিক পরিস্থিতিকে কেন্দ্র করে এর তারিখ এগিয়ে আনা হয়েছে।

গত রোববার ইরানের এক কর্মকর্তা বলেছেন, ইসরায়েলের দূতাবাসগুলো এখন আর নিরাপদ নয়। কোনো একটি কনস্যুলেট ভবনকে হামলার লক্ষ্যবস্তু করা হবে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।

এদিকে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োআভ মার্কিন প্রতিরক্ষামন্ত্রীকে বলেছেন, ইসরায়েলি ভূখণ্ডে সরাসরি হামলা চালাতে পারে ইরান।

ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরও ইসরায়েলি বসবাসকারী ব্রিটিশ নাগরিকদের জন্য ভ্রমণসংক্রান্ত পরামর্শগুলোয় পরিবর্তন এনেছে। তারা আশঙ্কা জানিয়েছে যে ইরান থেকে ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালানো হতে পারে। আর তাতে উত্তেজনা আরও বাড়বে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *