যুগান্তর ডেস্ক
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান মস্কোয় আসন্ন বৈঠকে শস্যচুক্তি মূল অনুযায়ী আবারো শুরুর প্রস্তাব দেবেন বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় এক কূটনৈতিক সূত্র বৃহস্পতিবার বার্তা সংস্থা তাসকে এ কথা জানিয়েছে।
গত ১৭ জুলাই রাশিয়া ইউক্রেনের সঙ্গে স্বাক্ষরিত শস্যচুক্তি অব্যাহত রাখতে অস্বীকৃতি জানায়। যদিও এক বছর আগে কৃষ্ণসাগর দিয়ে ইউক্রেনের শস্য রপ্তানির জন্য জাতিসংঘের সমর্থনে এবং তুরস্কের সহযোগিতায় শস্যচুক্তি সম্পন্ন হয়েছিল।
রাশিয়া নিজেকে প্রত্যাহার করে নেওয়ার বিষয়ে বলেছে, বিশ্ববাজারে তাদের পণ্য রপ্তানিসংক্রান্ত চুক্তির কিছু অংশের বাস্তবায়ন না হওয়ায় তারা এ চুক্তি থেকে বেরিয়ে গেছে।
চুক্তিটি পুনরায় শুরুর জন্য তুরস্কের চেষ্টার অংশ হিসাবে দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান মস্কোয় শিগগিরই বৈঠক করতে যাচ্ছেন।