ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করবে ইইউ

আন্তর্জাতিক

ডয়চে ভেলে


ছবি সংগৃহীত

ইসরায়েলে হামলা করায় ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের কথা ভাবছে ইউরোপীয় ইউনিয়ন। আঞ্চলিক এ জোটের শীর্ষ কূটনীতিক জোসেফ বোরেল সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।

মঙ্গলবার ইইউর রাষ্ট্রগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের জরুরি বৈঠকের পর বোরেল নতুন নিষেধাজ্ঞার ব্যাপারে কাজ শুরু করার কথা জানান। তিনি জাতিসংঘ মহাসচিব আন্তনিও গুতেরেসের সাম্প্রতিক বক্তব্য তুলে ধরে বলেন, মধ্যপ্রাচ্য একেবারে খাদের কিনারায় এসে পৌঁছেছে।

তিনি বলেন, ‘আজ মন্ত্রীরা একটা শক্ত অবস্থান নিয়েছেন। তারা সবপক্ষকে খাদের কিনারা থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন, যেন গর্তে পড়ে না যান।’

আঘাত আর পালটা আঘাত চলতে থাকলে মধ্যপ্রাচ্যে একটা পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হয়ে যেতে পারে বলে সতর্ক করেন বোরেল। বোরেল বলেন, ইইউর কয়েকটি সদস্য রাষ্ট্র ইরানের ওপর আরো নতুন নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব করেছে। জার্মানি, ফ্রান্সসহ আরও কয়েকটি রাষ্ট্র এই প্রস্তাব সমর্থন করেছে।

কোনো কোনো রাষ্ট্র ইরানের রেভোলিউশনারি গার্ড ফোর্সের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব করেছে। সোমবার লুক্সেমবুর্গে পরবর্তী সভায় এ বিষয়ে আরো আলোচনা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *