এবিসি নিউজ অবলম্বনে
অ্যাডাম ফারকুহার্সন,কুমড়ার ডিঙিতে নদী পার!
অস্ট্রেলিয়ার শৌখিন চাষি অ্যাডাম ফারকুহার্সন এবার কুমড়ার খোলের ডিঙি নৌকায় নদী পাড়ি দিয়ে আলোচনায় এসেছেন। অ্যাডাম ফারকুহার্সন এ বছর ৯শ’ পাউন্ড ওজনের একটি কুমড়া ফলান। এটি অস্ট্রেলিয়ার রয়্যাল ইস্টার শো নামের একটি কৃষি প্রদর্শনীতে তোলেন। এটি এবারের সর্বোচ্চ ওজনের কুমড়ার স্বীকৃতি পায়।
এরপর অ্যাডাম ফারকুহার্সনের মাথায় একটি অভিনব বুদ্ধি আসে। তিনি এটি দিয়ে একটি ডিঙি নৌকা তৈরির সিদ্ধান্ত নেন। যে কথা সেই কাজ। ডিঙি নৌকা তৈরির পর তিনি এটি নিয়ে নিউ সাউথ ওয়েলসের বিখ্যাত তুমুত নদীতে নেমে পড়েন এবং সফলভাবে নদী পার হন। এ সময় কয়েক হাজার দর্শক নদীর উভয় পাড় থেকে অ্যাডাম ফারকুহার্সনকে উৎসাহ জোগান।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অ্যাডাম ফারকুহার্সন বলেন, কুমড়াটি ফলানোর পর স্থানীয়রা এখন আমাকে পামকিন ম্যান হিসেবে ডাকছে। বিষয়টি আমাকে আনন্দ দেয়। ভবিষ্যতে আমি আরও বড় কুমড়া ফলানোর চেষ্টায় আছি। -এবিসি নিউজ অবলম্বনে