সুবর্ণবাঙলা ডেস্ক
আদনান আল বুরশ
চার মাসেরও বেশি সময় আটক থাকার পর ইসরাইলের কারাগারে মারা গেলেন ফিলিস্তিনের সিনিয়র চিকিৎসক আদনান আল বুরশ।
বৃহস্পতিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় ও ফিলিস্তিন বন্দিদের নিয়ে কাজ করা গোষ্ঠীগুলো এ তথ্য জানিয়েছে। খবর সিএনএন ও আলজাজিরার।
আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়, তার বয়স হয়েছিল ৫০ বছর। গাজার বৃহত্তম চিকিৎসাকেন্দ্র আল শিফা হাসপাতালের অর্থোপেডিকসের প্রধান ছিলেন তিনি। বুরশকে উত্তর গাজার আল-আওয়াদা হাসপাতালে অস্থায়ীভাবে কাজ করার সময় ইসরাইলি বাহিনী আটক করেছিল।
অর্থোপেডিকসের প্রধান মৃত্যুকে একটি হত্যা বলে অভিহিত করেছে। তার লাশ এখনো ইসরাইলি হেফাজতে রয়েছে।
এ বিষয়ে ইসরাইলের সামরিক মুখপাত্র বলেন, জেল পরিষেবা, গত ১৯ এপ্রিল বুরশকে মৃত ঘোষণা করে। জাতীয় নিরাপত্তার কারণে তাকে ওফার কারাগারে আটক করা হয়। তবে মৃত্যুর কারণ সম্পর্কে মুখপাত্র কিছুই জানাননি।
আল শিফা হাসপাতালের পরিচালক ডা. মারওয়ান আবু সাদা বলেন, এই চিকিৎসকের মৃত্যু মানব আত্মার জন্য সহ্য করা কঠিন।