সাভার ক্লাব আয়োজিত প্রতিভা অন্বেষণ পুরস্কার বিতরণী- ২০২৪

বিনোদন সংস্কৃতি ও ঐতিহ্য

নিজস্ব প্রতিবেদক

মঞ্চে উপবিষ্ট অতিথি বৃন্দ

গতকাল ১১মে শনিবার সাভারের সাংস্কৃতিক প্রাণ কেন্দ্র এনাম মেডিকেল কলেজে অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।সাভার ক্লাবের আয়োজনে প্রতিভা অন্বেষণ পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৪। এতে প্রধান অতিথি হিসেবে অন্বেষিত কৃত প্রতিভাধরদরে হাতে পুরস্কার তুলে দেন (ঢাকা-১৯)সাভারের মাননীয় সাংসদ জনাব মো. সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করেন ক্লাবের সভাপতি মো. আব্দুল কাদের তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভারের সাবেক সাংসদ ও ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান।সাভার উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব মঞ্জুরুল আলম রাজিব, এবং সাভার পৌর মেয়র জনাব আলহাজ্জ আব্দুল গনি।

বক্তব্য রাখছেন সাভারের (ঢাকা-১৯) এমপি মো. সাইফুল ইসলাম

এছাড়াও বিশেষ সংবর্ধনার জন্য আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক ও বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক ডঃ নুরুদ্দিন জাহাঙ্গীর, সাভার উপজেলা নির্বাহী অফিসার জনাব রাহুল চন্দ, থ্রিি এঙ্গল মেরিন রিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টর প্রকৌশলী মোহাম্মদ আমিনুল ইসলাম। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, আমন্ত্রিত অতিথি, বিপুলসংখ্যক শিক্ষার্থীসহ অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি সাইফুল ইসলাম এমপি, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের সকল শহীদের স্মরণ করে বক্তব্য প্রদান করেন।তিনি ’সাভার ক্লাব’ ভবন, ’শিল্পকলা একাডেমি’ এবং ’সাভার পাবলিক লাইব্রেরি ভবন’ নিরমান করে দেওয়া ঘোষণা দেন। একই সঙ্গে তিনি আরও ঘোষনা দেন, এবার সাভার ক্লাবের মাধ্যমে যতজন শির্ক্ষার্থীকে বৃত্তি দেয়া হয়েছে আগামীতে এর আরও ৯(নয়) গুণ শিক্ষার্থীকে মিক্ষা বৃত্তি প্রদান করা হবে।

বিশেষ অতিথি ডা. এনামুর রহমান তাঁর বক্তব্যের শুরুতে বায়ান্নর ভাষা আন্দোলন, ভাষাশহীদদের মহান আত্মত্যাগ ও মহান মুক্তিযুদ্ধের রক্তঝরা মার্চের উত্তাল দিনগুলোর স্মৃতিচারণা করেন। এ সময় তিনি ঢাকার রেসকোর্স ময়দানে অনুষ্ঠিত ঐতিহাসিক ৭ মার্চ এবং স্বাধীনতার মহান স্থপতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধাভরে স্মরণ করেন। তিনি আশা করেন, মুক্তিযুদ্ধের চেতনাকে অন্তরে লালন করে একদিন এ দেশ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা হিসেবে গড়ে উঠবে। তিনি যে কোনো সাংস্কৃকিত গোষ্ঠির অনুষ্ঠান করার জন্য মেডিকেল কলেজের অডিটোরিয়াম বিনা ভাড়ায় ব্যবহারের সুযোগ দেয়ার কথা বলেন।

বিশেষ অবিথি, সাভার পরিষদ উপজেলা চেয়ারম্যান জনাব মঞ্জুরুল আলম রাজিব বলেন, এজাতীয় প্রোগ্রাম যতবেশি হবে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি ততো সুসংহত হবে। তিনি উপজেলা পরিষদের পক্ষ থেকে সকল প্রকার সহায়তার আশ্বাস দেন।

বিশেষ অতিথি এবং সাভার পৌর মেয়ব জনাব আলহাজ্জ আব্দুল গনি ক্লাবের কার্যক্রম আরো বেশি বেশি করতে উৎসাহিত করেন এবং পৌরসভার পক্ষ থেকে প্রয়োজনীয় সকল সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দেনে। এবং তিনি শিক্ষার্থীদের পুঁথিগত বিদ্যার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক বিষয়ে মনোযোগী হয়ে ভবিষ্যতে সুনাগরিক হিসেবে নিজেকে গড়ে তোলতে উপদেশ দেন।

পুরস্কার ও সনদ প্রাপ্ত ছাত্রছাত্রী বৃন্দ।

অনুষ্ঠানের সভাপতি মো. আব্দুল কাদের তালুকদার পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং ভবিষ্যতে এ ধারা অব্যাহত রাখার আহ্বান জানান। তিনি শত ব্যস্ততার ভেতর অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য প্রধান অতিথি, বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথিদের বিশেষ ধন্যবাদ জানান। তিনি আশা প্রকাশ করেন যে ‘সুস্থ দেহে সুস্থ মন বাণীকে অন্তরে লালন করে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

ক্লা্ব মহাসচীব, বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রনালয়ের সচীব ও পরিকল্পনা কমিশনের সদস্য জনাব আবদুল বাকি ক্লাবের বিগতদিনের কার্যক্রম, ক্লাবের লক্ষ্যও উদ্দেশ্য সম্পর্কে বর্ণনা দেন।

প্রধান অতিথির বক্তব্য শেষে প্রতিভা অন্বেষেণের সাংস্কৃতিক বিষয়ের বিভিন্ন শাখার ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এবং গরীব ও মেধাবী ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষা বৃত্তি ও শিক্ষা উপকরন প্রদান করা হয়। পরে পুরস্কার প্রাপ্তদের সমন্বয়ে গঠিত সম্মিলিত এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটি অত্যন্ত প্রাঞ্জল ভাষায় সঞ্চালনা করে আরও হৃদয় গ্রাহী করে তোলেন জনাব আজমল আমীন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *