সুবর্ণবাঙলা অনলাইন ডেস্ক
রংপুরের গঙ্গাচড়া উপজেলার পল্লিতে চিকিৎসার নামে কৌশলে বাড়িতে ডেকে এনে এক প্রতিবন্ধী গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে আব্দুল খালেক নামের এক গ্রাম্য কবিরাজের বিরুদ্ধে। ধর্ষণে গৃহবধূর মা সহায়তা করেছেন বলেও অভিযোগ উঠেছে।
রোববার সকালে গঙ্গাচড়া মডেল থানায় আব্দুল খালেক এবং কুড়িফুল বেগমকে আসামি করে ধর্ষণ মামলা করেছেন ওই গৃহবধূর স্বামী। মামলার পর রোববার দুপুরে গৃহবধূর মাকে গ্রেফতার করেছে পুলিশ।
গঙ্গাচড়া থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার প্রতিবন্ধী মেয়েকে কবিরাজ আব্দুল খালেকের বাড়িতে নিয়ে যান মা। আব্দুল খালেক চিকিৎসার জন্য রাতে ওই গৃহবধূকে তার বাড়িতে থাকতে বলেন। রাতে মায়ের সহযোগিতায় গৃহবধূকে ধর্ষণ করে আব্দুল খালেক। এর আগেও ওই গৃহবধূ কবিরাজ আব্দুল খালেকের কাছে চিকিৎসা নিয়েছিলেন।
গঙ্গাচড়া থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান জানান, ধর্ষণের ঘটনায় কবিরাজের সঙ্গে ভুক্তভোগীর মায়ের অর্থের লেনদেন থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। মামলার পর দুপুরেই ওই গৃহবধূর মাকে গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। খালেক পলাতক রয়েছেন। তাকে গ্রেফতার অভিযান চলছে।