সুবর্ণবাঙলা প্রতিনিধি
নারায়ণগঞ্জের বন্দরে মহিলা কাউন্সিলর সানিয়া সাউদকে মারধরের অভিযোগে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৬নং ওয়ার্ড কাউন্সিলর মো. সামসুজ্জোহাকে স্বীয় পদ থেকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন শাখা।
স্থানীয় সরকার বিভাগের উপসিচব মোহাম্মদ শামছুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সাময়িক বরখাস্তের আদেশ প্রদান করা হয়।
গত ৫ মার্চ ২৬নং ওয়ার্ড বন্দরের ঢাকেশ্বরী এলাকায় টিপিবি পণ্য বিতরণকালে অনিয়মের প্রতিবাদ করায় ২৬নং ওয়ার্ড কাউন্সিলর মো. সামসুজ্জোহা ২৫, ২৬ ও ২৭নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর সানিয়া সাউদ ও তার সচিবকে মারধর করেন। এ নিয়ে স্থানীয় সরকার বিভাগে অভিযোগ দেন সানিয়া সাউদ।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৬নং ওয়ার্ডের কাউন্সিলর সামসুজ্জোহা কর্তৃক ২৫, ২৬ ও ২৭নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর সানিয়া সাউদকে টিসিবি পণ্য বিতরণকালে শারীরিকভাবে আঘাত করার অভিযোগ পাওয়া গেছে। তাকে স্বীয় পদ থেকে অপসারণের কার্যক্রম শুরু হয়েছে। এ অবস্থায় মো. সামসুজ্জোহাকে স্বীয় পদ থেকে সাময়িক বরখাস্ত করা হলো।