বিনোদন ডেস্ক
মডেল সিয়েনা ওয়্যার
অস্ট্রেলিয়ার মডেল সিয়েনা ওয়্যার। ঘোড়ায় চড়ার শখ প্রচন্ড ছিল তার। শহরের আধুনিকতায় বড় হওয়া অস্ট্রেলিয়ার এই মডেল সুযোগ পেলেই গ্রামের পরিবেশে নিজেকে মেলে ধরেন। ঘোড়ায় চড়ে এদিক সেদিক যেতেন। এই শখই যেনো কাল হয়ে দাঁড়াল তার জীবনে। ঘোড়া থেকেই উল্টে পড়ে গুরুতর আহত হন সিয়েনা ওয়্যার। দীর্ঘদিন হাসপাতালে লাইফ সাপোর্টে থেকে অবশেষে মৃত্যুকে বরণ করে নিলেন এই মডেল।