অনলাইন ডেস্ক
আসন্ন ঈদে মুক্তি পেতে যাচ্ছে অপু বিশ্বাসের নতুন সিনেমা ‘লালশাড়ি’। সরকারি অনুদানপ্রাপ্ত এই সিনেমাটিতে অপুর বিপরীতে আছেন চিত্রনায়ক সাইমন সাদিক এবং ছবিটি প্রযোজনা করেছেন নায়িকা নিজেই।
সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে অপু জানান, ঢালিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে বড় একটি শূন্যতা কাজ করছে।
প্রসঙ্গ টেনে এ নায়িকা বলেন, ‘একজন শিল্পী যখন আরেকজন শিল্পীর ক্যারিয়ার ধ্বংসের জন্য উঠেপড়ে লাগে তখন ঢালিউড শিল্পীদের প্রেক্ষাপটের বিষয়টি আরও সমস্যাগ্রস্ত হয়ে পড়ে। তাছাড়া যারা আমাদের গড়েছেন তারাই আবার ক্যারিয়ার নষ্ট করেছেন। আর এ কারণেই বড় একটি শূন্যতা কাজ করছে ঢালিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে।’
এদিকে শাকিবকে ঘিরে অপু বিশ্বাস এবং শবনম বুবলী ইস্যুতে নানা আলোচনা-সমালোচনার জন্ম দেয়। অন্যদিকে, অপু এবং বুবলীর ‘বাকযুদ্ধ’ তো রয়েছেই! তবে দুজনেই এখন শাকিবের কাছে অতীত। তবে ঘনিষ্টদের মতে, শাকিবের সঙ্গে অপুর অন্তরালে সম্পর্ক কিছুটা ভালো বলেই ধারণা তবে বুবলীর সঙ্গে তা একদমই বিপরীত!
বুবলী শাকিব প্রসঙ্গে নানা কটু মন্তব্য করলেও এদিক থেকে অপু একদমই শাকিবের পক্ষে। শুরু থেকেই নায়কের মঙ্গল কামনা, জন্মদিনে খাবার রান্না করে পাঠানো, সিনেমা মুক্তিতে শুভকামনা জানানো সবকিছুই করছেন। এ প্রসঙ্গে তার ভাষ্য, আমি কখনোই শাকিব খানের কোনো ক্ষতি চাই না।