বিনোদন ডেস্ক
বলিউড তারকা পরিণীতি চোপড়া ও রাজনীতিবিদ রাঘব চাড্ডা এখন নবদম্পতি। রাজস্থানের উদয়পুরে রোববার রাজকীয় ঢঙে বিয়ে হয় তাদের। বিয়ের নানান মুহূর্তের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় উঠে আসছে।
সবার সামনেই রাঘবের কাছাকাছি এসে তার গালে চুমু খান পরিণীতি। পাপারাজ্জিদের সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে ওই ভিডিও। ক্যাপশনে লেখা- ‘এই হাসি মুখটাই সবকিছু বলে দেয়।’ ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এই ভিডিও।
ভিডিওর নিচে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা বিভিন্ন মন্তব্য করেছেন। অনেকেই নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন। অনেকেই আবার বিয়ের দিন রাঘব-পরিণীতির পোশাকের রং নিয়ে প্রশ্ন তুলেছেন। একজন লিখেছেন- ‘এ যেন আজকালকার ফ্যাশন- লাল রং ছাড়া বিয়ে! রংবিহীন সাদা রঙের পোশাক পরে বিয়ে! যতই আধুনিক হন, এটা মোটেও ভালো লাগে না।’ কারো আবার মন্তব্য- ‘এটা রাগনীতি নয় সবই আসলে রাজনীতি’। একজনের কটাক্ষ- ‘এটা নাকি আম-আদমির বিয়ে!’। আরও একজন লিখলেন- ‘কেউ ইডিকে খবর দাও। এসে দেখুক কত খরচ করেছেন রাঘব’- এমনই অজস্র মন্তব্য উঠে এসেছে।