রাঙামাটিতে দুর্বৃত্তদের গুলিতে ইউপি চেয়ারম্যান আহত

অন্যান্য আইন আদালত জাতীয়

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে বড়থলি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আতোমং মার্মা গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার রাতে দুর্বৃত্তদের অতর্কিত ব্রাশফায়ারে তিনি হাতে ও পায়ে গুলিবিদ্ধ হন বলে জানিয়েছে পুলিশ। পুলিশের ধারণা কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) তার ওপর এ হামলা চালাতে পারে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, চেয়ারম্যান আতোমং মঙ্গলবার বড়থলি ইউনিয়নের বড়থলি মারমাপাড়ায় রাতে তার চাচার বাড়ির উঠানে হাঁটাহাঁটি করছিলেন। এ সময় অর্তকিত তার ওপর এলোপাতাড়ি গুলি চালায় দুর্বৃত্তরা। এতে পায়ে ও হাতে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন আতোমং। তাৎক্ষণিক বাড়ির লোকজন ও স্থানীয়রা ছুটে গেলে দুর্বত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয় ক্যাম্পের সেনা সদস্যরা তাকে উদ্ধার করে রাতেই পাশের উপজেলা বান্দরবানের রুমা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর বান্দরবান সদর হাসপাতালে নেওয়া হলে বুধবার সকালে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে পাঠানো হয় বলে জানান বিলাইছড়ি থানার ওসি মো. আক্তার হোসেন।

ওসি বলেন, বড়থলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সন্ত্রাসীদের গুলিতে গুলিবিদ্ধ হলে প্রথমে তাকে রুমা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে বান্দরবান জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য বুধবার তাকে চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়েছে। তিনি হাতে ও পায়ে গুলিবিদ্ধ হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *