সুন্দরবনে ১১১ হরিণসহ মৃত প্রাণীর সংখ্যা বেড়ে ১১৯

জাতীয় পরিবেশ ও জলবায়ু

খুলনা অফিস


ছবি: ইত্তেফাক

ঘূর্ণিঝড় রেমালের আঘাত ও জলোচ্ছ্বাসে সুন্দরবনে বন্যপ্রাণী মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১৯টি। শুক্রবার (৩১ মে) সুন্দরবনের বিভিন্ন এলাকা থেকে আরও ১৫টি মৃত হরিণ উদ্ধার করা হয়েছে।

খুলনা অঞ্চলের বন সংরক্ষক (সিএফ) মিহির কুমার দে জানান, গত মঙ্গলবার থেকে সুন্দরবনে তল্লাশি করে প্রতিদিন মৃত অবস্থায় হরিণ উদ্ধার করা হচ্ছে। শুক্রবারও বনের বিভিন্ন এলাকা থেকে তারা ১৫টি মৃত হরিণ উদ্ধার করেছে। এর মধ্যে কয়েকটি হরিণের দেহের বেশিরভাগ অংশ পচে গেছে।

এ নিয়ে মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত ১১১টি মৃত হরিণ, চারটি মৃত বন্য শূকর এবং একটি জীবিত অজগর উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, জলোচ্ছ্বাসে নদীতে ভাসতে থাকা জীবিত ১৮টি হরিণ ও অজগরটি উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়েছে। এখনও বনের মধ্যে বন বিভাগের সদস্যরা তল্লাশি করছে। দুয়েকদিনের মধ্যে তল্লাশি শেষ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *