যুক্তরাষ্ট্রকে ১০ উইকেটে হারিয়ে সেমিফাইনালে ইংল্যান্ড

খেলাধুলা

স্পোর্টস ডেস্ক


ইংল্যান্ড ক্রিকেট দল

যুক্তরাষ্ট্রকে বিদায় করে সেমিফাইনালে ইংল্যান্ড ক্রিকেট দল। টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরে প্রথম দল হিসেবে সেমিফােইনাল নিশ্চিত করল গতবারের চ্যাম্পিয়নরা।

রোববার ওয়েস্ট ইন্ডিজের বার্বাডোজের কিংস্টন ওভালে টস হেরে আগে ব্যাট করে ক্রিস জর্ডানের গতির মুখে পড়ে ১৮.৫ ওভারে ১১৫ রানেই অলআউট যুক্তরাষ্ট্র।

টার্গেট তাড়া করতে নেমে জস বাটলারের ব্যাটিং তাণ্ডবে ৬২ বল হাতে রেখেই ১০ উইকেটের বিশাল ব্যবধানে জয় পায় ইংল্যান্ড। এই জয়ে সেমিফাইনাল নিশ্চিত করে ইংল্যান্ড। দলের জয়ে ৩৮ বলে ৬টি চার আর ৭টি ছক্কার সাহায্যে ৮৩ রানের ঝড়ো ইনিংস খেলেন ইংলিশ অধিনায়ক জস বাটলার। ২১ বলে ২৫ রান করেন ফিল সল্ট।

এদিন টস হেরে ব্যাটিংয়ে নেমে এক উইকেটে ৪৩ রান করে ভালো পজিশনেই ছিল যুক্তরাষ্ট্র। এরপর সময়ের ব্যবধানে উইকেট পতনের কারণে পুরো বিশ ওভার খেলা সম্ভব হয়নি। দলের হয়ে সর্বোচ্চ ৩০ রান করেন নীতিশ কুমার। ২৯ রান করেন কোরি অ্যান্ডারসন।

ইংল্যান্ডের হয়ে ২.৫ ওভারে মাত্র ১০ রানেই ৫ উইকেট শিকার করেন ক্রিস জর্ডান। দুটি করে উইকেট নেন আদিল রশিদ ও স্যাম কারান।

টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে গ্রুপপর্বে দারুণ পারফর্ম করে যুক্তরাষ্ট্র। পাকিস্তানের মতো বিশ্বকাপজয়ী দলকে বিদায় করে দিয়ে সুপার এইটে উঠে একটি ম্যাচেও জিততে পারেনি যুক্তরাষ্ট্র। টানা তিন ম্যাচে দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের বিপক্ষে হেরে সেমিফাইনালের আগেই বিদায় নিল যুক্তরাষ্ট্র।

অন্যদিকে ইংল্যান্ড সুপার এইটে প্রথম ম্যাচে ওয়েষ্ট ইন্ডিজকে হারায়। দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরে যায়। আজ শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রকে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *