স্পোর্টস রিপোর্টার
ছবি: সংগৃহীত
টি-টোয়েন্টি বিশ্বকাপের বছর। আগামী জুনে ২০ দল নিয়ে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। আর তার আগে এই ফরম্যাটে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ খেলবে টাইগাররা। এই সিরিজটি অনুষ্ঠিত হবে আগামী মে মাসে। গতকাল এক বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে ইউএসএ ক্রিকেট।
এই বিজ্ঞপ্তিতে বাংলাদেশের আগে কানাডার বিপক্ষেও খেলবে বলে জানিয়ে তারা। ইউএসএ ক্রিকেটের বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছে, আগামী এপ্রিলে কানাডার বিপক্ষে পাঁচটি টি-টোয়েন্টি খেলবে যুক্তরাষ্ট্র। এরপর মে মাসের শেষদিকে বাংলাদেশের বিপক্ষে খেলবে তিনটি ম্যাচ। সব ম্যাচই হবে টেক্সাসের প্রাইরাই ভিউ ক্রিকেট কমপ্লেক্সে মাঠে।
এ বিষয়ে ইউএসএ ক্রিকেটের চেয়ারম্যান ভেনু পিসিকে বলেন, ‘গুরুত্বপূর্ণ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই ম্যাচগুলো আমাদের দলের জন্য গুরুত্বপূর্ণ হবে। দলের কাজের কম্বিনেশন তৈরি করতে, দলের সংহতি তৈরি করতে এবং সূক্ষ্ম কৌশল তৈরি করতে। আমি আইসিসি, ক্রিকেট কানাডা এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডকেও ধন্যবাদ জানাতে চাই, যারা ম্যাচের সময়সূচিতে তাদের পূর্ণ সমর্থন দিয়েছে।’
এছাড়া ইউএসএসিকে সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী বলেন, ‘বাংলাদেশ দলের আসন্ন যুক্তরাষ্ট্র সফর ক্রিকেটের ক্ষেত্রে একটি ঐতিহাসিক মুহূর্ত। এই টি-টোয়েন্টি সিরিজটি উভয় দেশের ক্রিকেটারদের জন্য খেলাধুলার প্রতি তাদের প্রতিভা এবং আবেগ প্রদর্শনের একটি স্মরণীয় সুযোগের ইঙ্গিত দেয়।’
এক নজরে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র তিন
টি-টোয়েন্টি সিরিজের সূচি
২১ মে, প্রথম টি-টোয়েন্টি
২৩ মে, দ্বিতীয় টি-টোয়েন্টি
২৫ মে, তৃতীয় টি-টোয়েন্টি