সুপারির বস্তায় মিলল জি-থ্রি রাইফেল

আইন আদালত জাতীয় মফস্বল

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজার টেকনাফ পৌর শহরের স্টেশনের আল করম মসজিদের সামনে বিশেষ অভিযান পরিচালনা করে সুপারির বস্তায় একটি বিদেশি জি-থ্রি রাইফেল, ২টি ম্যাগজিন, ৫০ রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে পুলিশ।

এ সময় মো. হেলাল উদ্দিন (২৫) নামের এক যুবককে গ্রেফতার করা হয়।

হেলাল উদ্দিন রামু থানার গর্জনিয়া এলাকার পূর্ব জুমছড়ি ২নং ওয়ার্ডের মনির আহম্মদের ছেলে। উদ্ধার করা অস্ত্রটি জার্মানের তৈরি বলে জানা গেছে।

সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে টেকনাফ মডেল থানার ওসি মো. ওসমান গনি এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, সকালে টেকনাফ মডেল থানা পুলিশের একটি দল পৌরসভাস্থ ঝর্ণা চত্বর সংলগ্ন আল করম মসজিদের সামনে পাকা রাস্তার ওপর বিশেষ চেকপোস্ট করে হেলাল উদ্দিনকে আটক করেন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সঙ্গে থাকা অপর জন মহেশখালী থানার ধলঘাটা পণ্ডিতের ডেইল এলাকার লুকমান হাকিমের ছেলে মুহাম্মদ জুয়েল রানা (৩৫) পালিয়ে যায়। পরে হেলালের কাছ থেকে ভেজা সুপারির বস্তায় বিশেষ কায়দায় লুকানো সিলিং যুক্ত প্লাস্টিকের বাটসহ একটি জি-থ্রি রাইফেল, ২টি ম্যাগজিন, ৫০ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, তারা টেকনাফ থানা এলাকাসহ কক্সবাজার জেলার বিভিন্ন থানা এলাকায় অবৈধ অস্ত্র-গুলি কেনাবেচা ও বিভিন্ন অপরাধমূলক কার্যক্রমের সঙ্গে যুক্ত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাদের বিরুদ্ধে অবৈধ অস্ত্র আইনে মামলা করে কক্সবাজার জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *