ন্যাটো সম্মেলনে জেলেনস্কির সঙ্গে রাশিয়ার বিষয়ে যে আলোচনা হয়েছে এরদোগানের

আন্তর্জাতিক

অনলাইন ডেস্ক


ছবি: সংগৃহীত

রাশিয়ার সঙ্গে কৃষ্ণসাগর শস্য রপ্তানি পুনরুজ্জীবিত করতে কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

বৃহস্পতিবার ওয়াশিংটনে ন্যাটোর শীর্ষ সম্মেলনের ফাঁকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে এক বৈঠকে তিনি এসব কথা বলেন। খবর ডেইলি সাবাহ।

এরদোগান জেলেনস্কিকে বলেন, তুরস্ক ন্যায়সঙ্গত শান্তির জন্য তার প্রচেষ্টা অব্যাহত রেখেছে এবং শান্তি নিশ্চিত করতে মধ্যস্থতাসহ যে কোনো উদ্যোগ নিতে প্রস্তুত।

প্রেসিডেন্সিয়াল কমিউনিকেশনস ডিরেক্টরেট জানিয়েছে, দুই নেতা ইউক্রেন-রাশিয়া যুদ্ধের গতিপথের পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যু নিয়ে আলোচনা করেছেন। ইউক্রেন দুই বছরেরও বেশি সময় ধরে পুরোদমে রুশ আগ্রাসনের বিরুদ্ধে নিজেকে রক্ষা করছে। তার প্রচারণার জন্য, কিয়েভ অস্ত্র সরবরাহ, মানবিক সহায়তার পাশাপাশি রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার আকারে বেশিরভাগ পশ্চিমা মিত্রদের কাছ থেকে ব্যাপক আন্তর্জাতিক সমর্থন পেয়েছে।

২০২২ সালের ফেব্রুয়ারির শেষের দিকে মস্কো আক্রমণ শুরু করার পরে তার বন্দরগুলোতে অবরোধ সত্ত্বেও কৃষ্ণসাগর দিয়ে ইউক্রেনীয় শস্য চালানকে নিরাপদে উত্তরণের অনুমতি দেওয়া অন-হোল্ড চুক্তির মধ্যস্থতাকারী ছিল তুরস্ক।

তুরস্ক রাশিয়া-ইউক্রেন সংঘাতের মধ্যস্থতাকারী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে এবং এরদোগান কৃষ্ণসাগর শস্য উদ্যোগের মধ্যস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। পশ্চিমাদের বিরুদ্ধে নিজস্ব শস্য ও সার রপ্তানি বাধাগ্রস্ত করার অভিযোগ এনে মস্কো গত বছর ১৭ জুলাই চুক্তি থেকে সরে আসে এবং তারপর থেকে ইউক্রেনের কৃষি ও বন্দর অবকাঠামোতে হামলা চালায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *