খান ইউনিসে ইসরায়েলি হামলা, নিহত ৫

আন্তর্জাতিক

সুবর্ণবাঙলা ডেস্ক


গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ চলছে

ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত গাজার খান ইউনিসে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত পাঁচজন নিহত হয়েছে। শনিবার (৩ আগস্ট) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

খবরে বলা হয়েছে, খান ইউনিসের মিরাজ অঞ্চলের এক বাড়িতে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। গাজার মধ্যাঞ্চলের বুরেইজে ইসরায়েলের অর্তকিত আর্টিলারি শেলের আঘাতের মধ্যেই খান ইউনিসেও হামলা চালালো ইসরায়েলি বাহিনী।

তবে এই হামলা নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি ইসরায়েল।

গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ চলছে। এতে এখন পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৩৯ হাজার ৪৮০ জনে দাঁড়িয়েছে। সেইসঙ্গে আহত হয়েছে ৯১ হাজার ১২৮ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *