কক্সবাজার উপকূলে ট্রলারডুবি, ৮ জেলে নিখোঁজ

ঘটণা- দুর্ঘটনা জাতীয়

কক্সবাজার সংবাদদাতা


ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফের উপকূলে উত্তাল সাগরে মাছ ধরে ফেরার পথে একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাগরে ভাসমান ৪ জেলেকে আরেকটি ট্রলার তুলে নিলে প্রাণে রক্ষা করলেও নিখোঁজ রয়েছেন এক জেলে৷ শুক্রবার (২ আগষ্ট) রাত ৮টার দিকে টেকনাফের শাহপরীরদ্বীপ পশ্চিম পাড়া উপকূলের বঙ্গোপসাগরে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ জেলে আবদুর রহমান (৩৪) শাহপরীর দ্বীপ ৭ নম্বর ওয়ার্ডের মাঝের পাড়া গ্রামের হাফেজ উল্লাহর ছেলে। বিষয়টি নিশ্চিত করেন দুর্ঘটনা কবলিত ট্রলার মালিক বকসু মিয়া।

তিনি জানান, প্রতিদিনের মতো ট্রলার নিয়ে পাঁচজন মাঝিমাল্লা সাগরে মাছ শিকারে যায়। মাছ শিকার করে ফেরার সময় শাহপরীর দ্বীপ উপকূলে উত্তাল এক ঢেউয়ের আঘাতে ট্রলারটি কাত হয়ে ডুবে যায়। তাৎক্ষণিক মাঝিসহ ৪ জন সাঁতরে আরেকটি ট্রলারে উঠে পড়ে। কিন্তু জেলে আবদুর রহমান উঠতে পারেনি। তিনি নিখোঁজ রয়েছেন। অন্যরা নিরাপদে বাড়ি ফিরেছেন।

সাবরাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হোসাইন জানান, ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ আব্দুর রহমানের সন্ধানে সাগরে নেমেছে কোস্টগার্ড ও স্থানীয় জেলেরা। ট্রলারে থাকা অন্য জেলেরা নিরাপদে বাড়ি ফিরেছেন বলে জেনেছি।

টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ ওসমান গণি জানান, বৈরী আবহাওয়ার কারণে বেশ কিছুদিন ধরে সাগর উত্তাল রয়েছে। সতর্ক সংকেত উপেক্ষা করে জেলেদের মাছ শিকারে যাওয়া মোটেও উচিত হয়নি। নিখোঁজ জেলের সন্ধান চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *